রাজ্যসভা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিজের মনোনয়নপত্র বুধবার আসামের রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার সময় সংযুক্ত হলফনামা থেকে মনমোহনের যে বয়স জানা গেছে তা পূর্বের হফলনামায় দেয়া বয়সের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
রাজসভা নির্বাচনের জন্য দাখিল করা হলফ নামায় মনমোহনের বয়স ৮২ উল্লেখ করা হয়েছে। কিন্তু ২০০৭ সালে রাজ্যসভার নির্বাচনে দাখিলকৃত হলফনামা অনুসারে তখন তার বয়স ছিল ৭৪ বছর। সে হিসাবে বর্তমানে তার বয়স হওয়ার কথা ৮০ বছরের কিছু বেশি।
প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যানুযায়ী ড. মনমোহন সিং ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন। এই তারিখ অনুযায়ী এ বছর ২৬ সেপ্টেম্বরের পর তার বয়স ৮১ হবে।
প্রধানমন্ত্রীর বয়সজনিত এই বিভ্রান্তি তাকে বেকায়দায় ফেলে দিতে পারে। এমনিতেই ক্ষমতাসীন কংগ্রেস জোট দুর্নীতিসহ বেশকিছু সমস্যা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে মনমোহন তার বয়স বিভ্রাট কীভাবে সামাল দেন তাই দেখার বিষয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।