আমাদের কথা খুঁজে নিন

   

সিটিং নাকি ফিটিং

উত্তারা আজমপুর থেকে ফার্মগেট যাবার জন্য ২৭ নাম্বার সিটিং বাসে উঠলাম । বাস টা ফাঁকাই ছিল আর জানি যে এটা সিটিং বাস । এয়ারপোর্ট পার হতেই কন্ট্রাটর ভাড়া চাইতেই সিটিং হিসাবে যে ভাড়া তাকে সেই ভাড়া দিয়ে দিলাম। বাস চলছে । ক্ষিলখেত এ বাস থামা মাত্রই বাস টি লোকে ভরে গেল তখন কিসের সিটিং সব বাদ ।

এই সময় অন্য এক যাত্রীর কাছে কন্ট্রাটর ভাড়া চাইতেই ওই ভদ্রলোক টা সিটিং হিসাবে ভাড়া দিতে নারাজ । এরপরের ঘটনা আমাদের সবারই জানা, এক কথা দুই কথা এক পর্যায় হাতাহাতি এর মধ্যে ওই ভদ্রলকের সঙ্গে আরও কয়েকজন যোগ দিয়েছে । এর অল্প সময় পর দেখা গেল বেচেরা কন্ট্রাটর ভালই খয়েছে । ওই সময় এক যাত্রী বলে উঠল “ আরে ভাই বুজলেন না যদি যাত্রী না থাকে তাহলে সিটিং আর যদি যাত্রী বেশী থাকে তবে ফিটিং হা হা হা হা । ও হ্যাঁ আমি কিছু না বললেও আমার সাথে থাকা আমার দোস্তো কাইউম কিন্তু তার হাত টাকে Recharge করতে ভোলেনি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.