আমাদের কথা খুঁজে নিন

   

সিটিং বাসে এ রকম দূশ্য হওয়া কি উচিৎ

মিলন, ঢাকা
ঢাকার বাস মানে এলোমেলো পথ চলা। ট্রাফিক সিগন্যাল অবহেলা করা, যা রিতিমত যানঝট লেগে থাকা । এর মধ্যে বাস উঠার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা। অতঃপর টানা-টানি, ধাক্কা ধাক্কা করে বাসে চেপে বসা। এ রকম দূশ্য বাসে প্রতিদিনের আমরা দেখে থাকি।

কিন্তু সিটিং বাস সত্ত্বেও বাসে উঠে বসার জন্য সিট পাওয়া যায় না। পায়ের উপর পা রেখে দাঁড়িয়ে থাকতে হয়। তার মধ্যে মহিলা, প্রতিবন্ধী, শিশুদের জন্য নির্ধারিত বসার সিট থাকা সত্ত্বেও অনেক পুরুষ নামের ভদ্রলোক'রা অনেক সময় সেই লেখাটি চোঁখে দেখেও, না দেখার ভান করে মহিলাদে সিট জোরে বসে থাকেন। অথচ একজন মহিলা যখন দাঁড়িয়ে আছে এটা অনেকর চোখেই পাড়েনা। কিছু কিছু লোক আবার উঠে মহিলাদের কে বসতে সাহায্য করে ।

তবে ঘটনাটি খুব কম ঘটে। আবার অনেক মহিলা যাত্রী আছেন যে, বাসে উঠার পর তারা তাদের বসার জন্য নির্ধারিত সিট ছাড়ার জন্য অনুরোধ করেন না। সেই সুযোগে অনেকেই মহিলাদের সিটে বসে থাকেন। মহিলাদের মধ্যে কিছু কিছু মহিলা যাত্রী আছেন যে, সে একজন মহিলা যাত্রী হয়েও অন্য একটি মহিলাদের সাথে বসতে পছন্দ করেন না। সে নিজেই একটি সিট দখল করে বসে থাকেন।

সে একজন পুরুষ যাত্রী সাথে বসবেন কিন্তু একজন মহিলার সাথে বসবেন না। সেটা কি একজন বাস যাত্রীর হওযা উচিৎ ? সেই সুযোগে অনেকই মহিলাদের গাঁ ঘেঁষে বাসের সিটে বসে হাওয়া খায়ে যান সহজেই। আবার বাস নামার সময় একই দৃশ্য চোঁখে পড়ে তরিগরি করে বাস থেকে নামার পথে পুরুষ কিংবা মহিলা যাত্রী সামনে থাকুক বা না থাকুক সেটা খেয়াল না করে পায়ে উপর পারা দিয়ে,গা ঘেষে নির্ধারিত স্থানে নামার জন্য আগে থেকেই বাসের গেইটে দড়িয়ে থাকেন। এরকম দৃশ্য হওয়া কি উচিৎ? আপনি কি মনে করেন- এটা একটি যাত্রীবাহি সিটিং বাসের যাত্রী সেবা করা বলে, নাকি যাত্রী সেবার নামে যাত্রীদের সাথে নিয়মিত চিটিং করা বলে?
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.