আমাদের কথা খুঁজে নিন

   

কেমন হবে হ্যান্ডশেক? জানেন কি?

হ্যান্ডশেকের মাধ্যমে একজন মানুষের মনোভাব, পেশাদারিত্ব, বিশ্বাসযোগ্যতা এবং আত্দবিশ্বাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। নমনীয় হ্যান্ডশেক আপনার সম্পর্কে এমন ধারণা জন্ম দিতে পারে যে, আপনি দুর্বলচিত্তের কিংবা সিদ্ধান্তহীনতায় ভোগা একজন মানুষ। আবার দৃঢ় হ্যান্ডশেকে পেঁৗছায় বিশ্বাস, নির্ভরতা, আগ্রহ এবং শ্রদ্ধার বার্তা। তাই হ্যান্ডশেক করার সময় কিছু আদব-কায়দা মেনে চলা উচিত। হ্যান্ডশেক কখন করবেন? পরিচিত কারো সঙ্গে দেখা হলে।

বাসা বা অফিসে প্রথম এসেছেন এমন কেউ হলে। নতুন সহকর্মী, আমন্ত্রণকারী অথবা অন্য যে কারো সঙ্গে প্রথমবার পরিচিত হলে। পরিচিত কারো সঙ্গে কর্মস্থল বা বাড়ির বাইরে দেখা হলে। বিশেষ কোনো কাজ শেষে। কোনো সামাজিক বা ব্যবসায়িক অনুষ্ঠান শেষে।

হ্যান্ডশেকের নিয়মাবলি ডান হাত ব্যবহার করুন। শক্তভাবে হাত মেলানোর প্রয়োজন নেই। বয়স্কদের সঙ্গে হাত মেলানোর সময় সতর্ক থাকুন। হ্যান্ডশেকের সময় হাত বাড়িয়ে দিন। অপরের হাতটি ভালোভাবে ধরুন যাতে দুই জনের বুড়ো আঙুল ঠিকমতো পরস্পরকে স্পর্শ করে।

হাত ঝাঁকাবেন উপরে-নিচে। ঝাঁকুনি শুরু হবে কনুই থেকে, কাঁধ থেকে নয়। ঝাঁকুনি দিন দুই থেকে তিনবার। হ্যান্ডশেকের সময় অপরের চোখের দিকে তাকিয়ে একটু হাসুন। এতে আপনার যে অপরপক্ষের প্রতি মনোযোগ আছে তা প্রকাশ পাবে।

হ্যান্ডশেক হতে হবে স্বল্পস্থায়ী। মোটামুটি পাঁচ সেকেন্ড স্থায়ী। যাতে দুই জনেই দুই জনের নাম এবং সম্ভাষণের দু-একটি বাক্য পুরোপুরি বলে শেষ করতে পারেন। হ্যান্ডশেক অনুশীলন করার সময় কিছু বিষয় পরিহার করা উচিত। যেমন শুধু আঙুলের মাথার দিকে আকড়ে ধরা, হাত অতিরিক্ত ঝাঁকানো, হাত মোচড়ানো।

হাতটি ঝুলিয়ে বা কনুই সোজা করে হ্যান্ডশেক করা, অন্যদিকে মুখ করে কারো সঙ্গে হ্যান্ডশেক। হ্যান্ডশেকের সৌজন্যরীতি কারো সঙ্গে পরিচিত হওয়ার সময় দাঁড়ানোর চেষ্টা করবেন। তবে আপনি যার সঙ্গে পরিচিত হচ্ছেন যদি তার থেকে দূরে থাকেন বা ওই লোকটির সঙ্গে দাঁড়িয়ে হ্যান্ডশেক করতে সমস্যা হয়, তবে দাঁড়ানোর প্রয়োজন নেই। যদি কোনো নেইম ট্যাগ পরে থাকেন তবে তা ডানকাঁধে পরবেন কারণ হ্যান্ডশেকের সময় লোকজন ডানকাঁধে তাকায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.