আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোস মিডিয়া প্লেয়ারের দিন নতুন রুপ ; ব্যবহার করুন অনেকগুলো মন মাতানো স্কিন

যেতে দাও সেদিনের মতো, পেতে দাও সেদিনের ক্ষত । নীল শরীরে তোমায় ছোঁবো, নীল সাগরে ভাসিয়ে দেবো । আমরা অনেকে উইন্ডোস মিডিয়া প্লেয়ার ব্যবহার করি বিশেষ করে অডিও গান শোনার জন্য উইন্ডোস মিডিয়া প্লেয়ারের জনপ্রিয়তা অনেক । যদি আর একটু সুন্দর করে এই জনপ্রিয় মিডিয়া প্লেয়ারটি ব্যবহার করা যায় তাহলে কেমন হয় ? ফাইলটি ডাউনলোড করে Extract করে নিন । অতঃপর ৪৫টি স্কিন থেকে যেকোন একটি নির্বাচন করুন ।

ডাবল ক্লিক করুন ফাইলটির উপরে , Download Complete দেখাবে । এখন View Now তে ক্লিক করে স্কিনটি দেখতে পারবেন । এই স্কিনটি আপনার উইন্ডোস মিডিয়া প্লেয়ারে ডিফল্ট হিসেবে ব্যবহার করতে View থেকে Skin Chooser অপশন নির্বাচন করুন । অতঃপর Apply Skin এ ক্লিক করে এই স্কিনটি ব্যবহার করতে পারেন । Click Here For Download আপনাদের ভালো লাগলে আওয়াজ দিবেন, আমার কাছে আরও অনেকগুলো মিডিয়া স্কিন আছে , আপনাদের সাথে শেয়ার করব ।

অনেকের কাছে হয়ত কিছু স্কিন থাকতে পারে এই টিউন তাদের জন্য নয়, যাদের নেই শুধু তাদের জন্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.