ব্যক্তিগত প্যাচাল পছন্দ না হলে বের হয়ে যান আমার ব্লগ থেকে। :) মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি,
পরিসংখ্যানঃ
বাংলাদেশের জনসংখ্যাঃ ১৬ কোটি । যদিও এখন প্রায় ১৮ কোটি মানুষ।
পুরুষঃ মহিলা=৪৮:৫২
যদি সব পুরুষের কমপক্ষে একটি করে বউ/ প্রেমিকা থাকে ।
তাহলেও শতকরা ৪জন নারী অবিবাহিত থাকে।
তাহলে অবশিষ্ট নারী = ১৬ কোটি*(৪/১০০)=৬৪,০০,০০০=৬৪ লক্ষ।
একাধিক বিয়ে/প্রেম করা পুরুষের সংখ্যা=২লক্ষ (ধরি)
মানসিক ভাবে অসুস্থ, শারিরিক ভাবে অসুস্থ নারী=২ লক্ষ (ধরি)
পতিতা(টাঙ্গাইল+মাদারীপুর+সকল ভাসমান)=৩ লক্ষ এর অধিক হবে না।
প্রেম/বিয়ে করবেনা এমন মেয়ে= প্রেম/বিয়ে করবেনা এমন ছেলে (প্রায়)[বরং ছেলের সংখ্যা বেশি]
যেহেতু বিয়ে করবেন না, বিধবা নানি-দাদি ইত্যাদির বিপরীতে পুরুষও রয়েছে তাই এটাকে হিসাবের বাইরে রাখা হল।
তাহলে লাভ=মোট আয়-ব্যয়=৬৪-(২+২+৩)=৪৭লক্ষ।
ফলাফলঃ
মোট অবিবাহিত, কারো সহিত কোন সম্পর্ক নাই এমন মেয়ের সংখ্যা ৪৭,০০,০০০
মন্তব্যঃ
>৪৭ লাখ মেয়ের হিসাব চাইনা।
ধরে নিলাম ৪৭ লাখ মেয়েই কারো না কারো সাথে বিয়ে হল। কিন্তু সকলের জন্য একজন করে মেয়ে রেখে হিসাব করা হয়েছে।
তাহলে আমার ভাগের মেয়েটি কই?
কপিরাইট সংরক্ষিত@ mehedi&mehedi brothers ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।