আমাদের কথা খুঁজে নিন

   

হজরত খান জাহান আলীর (র.) মাজারে দিঘির কুমিরের আক্রমণে এক নারী মারা গেছেন

বাগেরহাটে হজরত খান জাহান আলীর (র.) মাজারে দিঘির কুমিরের আক্রমণে মরিয়ম বেগম (৪০) নামে এক নারী মারা গেছেন। রোববার ভোরে দিঘির পশ্চিম পাড়ে শাহাদাত ফকিরের বাড়ির ঘাটে এ ঘটনা ঘটে। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, নিহত মরিয়ম বেগম বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙ্গা গ্রামের আয়ুব আলীর মেয়ে। তিনি মাজারের একজন ভক্ত এবং প্রায়ই মাজারে আসতেন। মাজারের একজন খাদেম মোস্তফা ফকির জানান, মরিয়ম গতকাল রাতে শাহাদাত ফকিরের বাড়িতে অতিথিকে ঘুমিয়ে ছিলেন। আজ ভোর পাঁচটার দিকে তিনি ঘুম থেকে উঠে দিঘির ঘাটে হাত-মুখ ধুতে যান। এ সময় আকস্মিকভাবে দুটি কুমির দুই দিক থেকে তাঁকে আক্রমণ করে। এ সময় চিৎকার শুনে কয়েকজন লোক ছুটে এলেও মরিয়মকে উদ্ধার করতে পারেননি। পরে সকাল নয়টার দিকে ঘাটের নিকটে একটি কচুরির ঝোপের ভেতর থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.