আমাদের কথা খুঁজে নিন

   

হজরত ফকির সুলতান বহু’র কবিতা

যথা বিবিধ রকম, একরৈখিক না; তথা প্লুরালিস্টিকও না
কবিতা গুলো তাঁর Death Before Dying কাব্য গ্রন্থ থেকে নেয়া এক. একাঞ্জলী ভালবাসার জন্য আসমুদ্র বিশ্বাস ঢালো, ওহে বই আর মামুলি সিজদাকে তথাস্তু জেনো। সাঁইজি তফাত রেখে কোনই সাধনা নেই, জাগোবা যদিও ওহে দিবারাত অক্ষরের পিঠে। মরণের আগে চাই জীবন ফুরোবে তবেই তো খোদাকে হাজির হৃদয়ে পাবে। দুই. অনুসন্ধি‍ৎসুরা কুকুরের মতন অর্থ খুঁজে ফিরছে, আমাদের বুদ্ধিজীবীতার নাক উৎকর্ণ হয়ে আছে কেবল একটা হাঁড়ের আকাঙ্খায়, ফিলোজফির কাছে ভিক্ষার ভ্রমন শেষে আমরা দারুন বিতন্ডার হুইসকিতে বুদ! আমাদের সহজাত বোধের পাড়াতে বিদগ্ধ রোদ; অতঃপর মরে র‘য় ‌করুণা খোদার। তিন. অপূর্ণ ‍আর সুদূর হয়ে ফিরে হৃদয়ের বাঞ্চা গুলো, সাঁইজি ‍আমারে দেয়নি কোন উত্তর অথবা তাঁর নেইও কোন মেরামতের ইচ্ছে, প্রেমের যুদ্ধাজীবী হয়ে পুড়ছি পীড়নে, আর কেবল সজাগ নালিশ করছি তাঁকেই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.