আমাদের কথা খুঁজে নিন

   

স্বার্থপর মানুষগুলো

হৃদয় কি একটি সাদা খাতা ? যেখানে স্মৃতি পেন্সিলের আকাঝুকি । তাহলে সেখানে সময় কি মুছনি ? যদি তা না হয় তবে, সময় দ্বারা কিছু মানুষ সেই আকাঝুকি কেন যে খুব তাড়াতাড়ি মুছে দেয় তা আজও বুঝি নি । এই ত কিছুদিন আগেও যারা থাকে হৃদয়ের খুব কাছে যে কোন আনন্দে এক সাথে হাসি খুশিতে মাতে পাশে থাকে সব সুখ দু:খের সাথে কি করে পারে তারা এইসব স্মৃতি মন থেকে মুছে দিতে ? যাদের সাথে কাটল জীবনের অনেকটা সফর তারাও যে কেন আজ ভাবে পর ? যাদের ভাল চাইলাম সারাটা জীবন সেই তারাই বুঝল না আমার মন । কেন যে মানুষগুলো ধীরেধীরে হয়ে যাচ্ছে যন্ত্র ? জানি না তাদের মনে কাজ করছে কি মন্ত্র । কোন আবেগ যেন তারা আজ মানে না কাউকে কষ্ট না দিলে তাদের হৃদয় যেন আর চলে না । কেন যে আমি পারি না সবার মত হতে ? যখন তখন যাকে খুশি কষ্ট দিতে , প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরে যেতে, সময় নামক মুছনি দিয়ে হৃদয় খাতা থেকে সব স্মৃতি মুছে ফেলতে । কেন আবার ফিরে যাই ? একই জায়গায় বারবার হোচট খাই, এর কারন হয়ত, ভালবাসা দ্বারা চাই সবার মন ছুতে । না, এখনকার সময় তা সম্ভব নয়, তাই চেষ্টা করছি আমিও সবার মত হতে । *************

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.