আমাদের কথা খুঁজে নিন

   

কায়রোয় মুরসি সমর্থক-বিরোধীদের সংঘর্ষে নিহত ৬

হতাহতদের বেশিরভাগই কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থান কর্মসূচি পালনকারী মুরসি সমর্থক। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।
মুরসির দল মুসলিম ব্রাদারহুড এ সহিংসতাকে শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর হামলা বলে অভিহিত করেছে।
পুলিশের কয়েকটি সূত্র বলেছে, শত শত মুরসি সমর্থকের সঙ্গে স্থানীয় অধিবাসী, ফুটপাতের ক্ষুদ্র বিক্রেতা ও অন্যান্যদের সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলার সময় দু'পক্ষই ইট-পাথর এবং ছররা গুলি ব্যবহার করেছে।

এ সময় অন্তত ১৫ টি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন, চলে ভাঙচুর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে।
মুরসিপন্থিরা তাদের ওপর স্নাইপারের গুলি চলেছে এবং বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর সুরক্ষা বলয়ে রয়েছে বলে অভিযোগ করেছে।
রাষ্ট্রীয় আল আহরাম পত্রিকা স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, সংঘর্ষে ৬ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে। এ নিয়ে সোম ও মঙ্গল দু’দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।


সোমবার কায়রোর কেন্দ্রীয় এলাকায় মুরসি সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে একজন নিহত হয়। রাজধানীতে দুইজন নিহত হওয়া ছাড়াও তাহরির স্কয়ারে নিহত হয় আরো একজন।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মুরসিকে ৩ জুলাই ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত সেনাসহ অন্তত ১শ’ জন নিহত হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।