অভিযান শুরু করার পর অবরুদ্ধ আল-ফাতাহ মসজিদ লক্ষ্য করে গুলিবৃষ্টি চালাচ্ছে সেনাবাহিনী। আলজাজিরা ও বিবিসিতে প্রচারিত টেলিভিশন ফুটেজে দেখা যায় সাঁজোয়া গাড়ি ও সেনাসদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্র থেকে তুমুল গুলি ছোড়া হচ্ছে। মসজিদের ভেতরের মূল অংশ ও মিনার লক্ষ্য করে এই গুলি চালানো হচ্ছে। কায়রোর আল-ফাতাহ মসজিদে প্রায় ৭০০ ব্রাদারহুড ও মুরসি-সমর্থক আশ্রয় নিয়েছেন। শনিবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী সাঁজোয়া গাড়ি নিয়ে মসজিদটি অবরোধ করে রেখেছে।
মসজিদের ভেতর নারী ও শিশুও রয়েছে। মসজিদের ভেতর থেকে উমাইমা হালাওয়া নামের এক মুরসি-সমর্থকের সঙ্গে ফোনে কথা হয় আলজাজিরার সাংবাদিকের। উমাইমা হালাওয়া বলেন, “মসজিদের বাইরে নিরাপত্তাকর্মীরা খুনে মেজাজে অবস্থান করছেন। ” তিনি আরো বলেন, “বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র থেকে মসজিদের ভেতর ও বাইরের অংশ লক্ষ্য করে গুলি করা হচ্ছে। ” অন্য এক প্রত্যক্ষদর্শী আবদেল কুদ্দুস আলজাজিরাকে জানান, ভারী অস্ত্র দিয়ে মসজিদের মিনার লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে।
মসজিদের ভেতর থেকেও গুলি ছোড়া হচ্ছে বলে জানায় আলজাজিরা। তবে কারা সেই গুলি করছে, সেই বিষয়ে কিছু জানায়নি আলজাজিরা। এদিকে শুক্রবারের ক্ষোভ দিবসের সমাবেশে সেনা অভিযানে অন্তত ১৭৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।