আমাদের কথা খুঁজে নিন

   

কায়রোয় ইসরাইলী দূতাবাস বন্ধ ঘোষণা



হোসনি মোবরক ক্ষমতাচ্যুত হওয়ার পর হতে মিসরে অবস্থিত জায়নবাদী ইসরাইলী দূতাবাসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: জায়নবাদী ইসরাইলী দূতাবাসের পক্ষ হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়া হয়েছে যে, অনির্দিষ্ট কালের জন্য এ দূতাবাস কোন ইহুদীকে কোনরূপ সেবা প্রদান করবে না। এ দূতাবাসের কার্যক্রম পরিপূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘোষণার পর জীবন রক্ষার্থে সকল ইহুদীকে মিসর ত্যাগের জন্য বলা হয়েছে। বলাবাহুল্য, জায়নবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নাতানিয়াহু পূনরায় তার মন্ত্রীদেরকে মিসরের বিপ্লব ও হোসনি মোবারকের পতন সম্পর্কে কোন মন্তব্য না করার প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, মিসরে সর্বপ্রথম আরবি দেশ হিসেবে ইসরাঈলকে স্বীকৃতি দিয়েছিল। এছাড়া হোসনি মোবারকের শাসনামলে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে গাজা’র বিষয়ে কার্যকরী সাহায্য প্রদান করেছিল।# সূত্র: http://abna.ir/data.asp?lang=11&id=226082

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।