আমাদের কথা খুঁজে নিন

   

কায়রোয় পুলিশ সদর দফতরে হামলা, নিহত ৫

মিসরের রাজধানী কায়রোয় পুলিশ সদর দফতরের সামনে শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫১ জন। গতকাল দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যম জানায়, পুলিশ হেডকোয়ার্টারে বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ছেয়ে যায়। এ ছাড়া বিস্ফোরণের পরই ওই এলাকায় গুলির শব্দ শোনা যায়। প্রায় তিন দশক ধরে মিসর শাসন করা স্বৈরশাসক হোসনি মোবারকের ক্ষমতাচ্যুতির (২০১১ সালের ১১ ফেব্রুয়ারি) তিন বছর পূর্তি উৎসবের প্রস্তুতিকালে এ বিস্ফোরণ ঘটল। বিবিসি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।