মিসরের রাজধানী কায়রোতে ট্রেনের সাথে একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে। বিবিসির দেয়া এক সংবাদে এ কথা জানানো হয়। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় সকল ট্রেন এবং বাস চলাচল নিষিদ্ধ ঘোষণা করেন সেখানকার কর্তৃপক্ষ।
স্থানীয় নিরাপত্তা বিভাগ জানান, আমরা ঘটনাটি পর্যবেক্ষণ করছি।
এর আগে গত জানুয়ারিতে আর্মির সৈন্যদের নিয়ে যাচ্ছিল এক ট্রেন আর সেটিও সংঘর্ষের ফলে ১৯ আর্মি সেখানেই মারা যায় এবং একশোরও বেশী আহত হয়। এছাড়া গত নভেম্বরে এই ট্রেনের সাথে একটি স্কুল বাসের সংঘর্ষে পঞ্চাশ শিশু নিহত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।