আমাদের কথা খুঁজে নিন

   

কায়রোয় মুরসিপন্থীদের সরাতে অভিযান

বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে মুরসিপন্থীদের দুটি ক্যাম্প উৎখাত করা হয়েছে, যাতে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
অবশ্য মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড ২৫ থেকে ৩০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে। সরকারের পক্ষ থেকে হতাহতের বিষয়ে এখনো কোনো বক্তব্য আসেনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশ মুরসীপন্থীদের ক্যাম্পের আশেপাশের সড়কগুলো বন্ধ করে দিয়েছে এবং সেদিকে বুলডোজার নিয়ে এগোতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।
এ সময় কাছাকাছি এলাকা থেকে গুলির শব্দ পাওয়া যায় এবং মাথার ওপর দিয়ে উড়ে যায় নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার।


এর আগে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাবা আল আদাবিয়া মসজিদ ও নাদা স্কয়ারে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দিতে নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।    
ওই দুটি স্থান দখলে রেখে মোহাম্মদ মুরসিকে ক্ষমতায় ফেরানোর দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছিল তার সমর্থকরা।
বিবৃতিতে বলা হয়, সরকার আর রক্তপাত চায় না। বিক্ষোভকারীদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেয়া হবে। তবে কেউ বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে।

 
কায়রোর পূর্ব অংশের ওই ক্যাম্পদুটিতে যখন অভিযান চলছে, তখন দূর থেকেও সেখঅনে ধোঁয়া উঠতে দেখা যায়।   

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।