I love politics. I want death of those who killed our Army officers. দেশটা আসলে যাচ্ছে কোথায়? গুটি কয়েক মানুষ আমার এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলছে আর আমরা কি তা সহ্য করেই যাবো? কেন এইসব কতিপয় টাকা-লোভী রাজনীতিবীদদের কারণে দেশের সাধারণ জনগনকে বারেবারে আঘাত পেতে হয়??? বারেবারে ধোকা পেতে হয়?? বারেবারে প্রতারিত হতে হয়??? আমরাকি একটি বারের জন্য সবাই ভাবতে পারিনা যেভাবে আমাদের পূর্ব-পুরুষরা এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করে আমাদের একটি সোনার বাংলাদেশ উপহার দিয়েছে সেই কথাটা অন্ততপক্ষে চিন্তা করে আমরাতো সব ধরনের হিংসা-বিদ্বেষ থেকে ভুলে থাকতে পারি!!! কেন মারামারি পছন্দ করি কথায় কথায়! রাজনীতিবীদদের ভাব দেখলে মনে হয় যে জেলে না গেলে, পুলিশের মার না খেলে, মামলা না হলে রাজনীতিই হয়না!! আমরাতো সুস্থ রাজনীতি চর্চা করতে পারি, পারিনা! অবশ্যই পারি। তবে কেন আমরা সংঘাতটাকে বেছে নেই?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।