আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা ট্রাভেলার টিংকু ভাইয়ের ফেইসবুকে হামহাম ঝরনার ছবি দেখে আর তর সইলো না ভরা বর্ষায় চলে গেলাম হামহাম ঝরনা দেখতে । দেখে মন ভরে ফিরে আসলাম ।অসাধারণ একটা ঝরনা আমার দেখা সেরা ঝরনা ভরা বর্ষায় হামহাম ঝরনার রুপ আহ কি পানিরে বাবা পুলাপাইনের আনন্দ দেখার মতো আহ শান্তি সবাই জোক খুজতে ব্যস্ত দুর্গম গিরি কান্তার মরু দেখে শুনে পা ফেলতে হয় না হয় খবর আছে ঝিরি পথে আমরা সবাই হামহাম ঝরনা মৌলভীবাজারের কমলগন্জ উপজেলার রাজবাড়ী ফরেস্টের গহিনে অবস্হিত । যেতে আর আসতে বনের ভিতরে ঝিরি পথে প্রায় ৭ ঘন্টা হাটতে হয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।