(১) গঁদ (আঠালো বস্তু) চিবানো বা অন্য কোন বস্তু মুখে দিয়ে রাখা . (২) বিনা প্রয়োজনে কোন জিনিষ চিবানো বা আস্বাদন করা, হাঁ যদি কোন মহিলার স্বামী বদমেজাজী হয় তবে তার জন্য জিহবার আগা দ্বারা তরকারীর স্বাদ বুঝা জায়েজ. (৩) শৌচক্রিয়া সম্পাদনের সময় দুইপা বেশী বিস্তৃত করে বসা এবং কুলি অথবা নাকে পানি দিতে অতিরন্জিত করা.(৪) মুখে থুথু জমা করে গলধঃকরণ করা.(৫) গীবত করা,মিথ্যা বলা ও গালিগালাজ করা.(৬) অস্তিরতা,ভীতিভাব ও কাতরতা প্রকাশ করা.(৭) কয়লা চিবিয়ে বা মাজন টুথ পাউডার ইত্যাদি দ্বারা দাঁত মাজা.(৮) পানির ভিতর বায়ু ছাড়া.(৯) স্ত্রীকে চুম্বন ও আলিণ্গন করা যদি বীর্যপাত বা সহবাসে লিপ্ত হ্ওয়ার আশংকা থাকে. (১০) রোজা অবস্তায় স্ত্রীর ঠোঁটে চুমা দেওয়া.(১১) তদ্রুপ স্ত্রীর সাথে উলগ্ঙ অবস্তায় আলিন্ঙন করা (ফতোয়ায়ে হিন্দিয়া খন্ড়-১,পৃ-১০২).(১২) বিনা প্রয়োজনে নিজের মুখে কোন বস্তু চিবিয়ে শিশুর মুখে দেয়া.( রদ্দে মুখতার) বিঃদ্রঃ-রোজা রেখে দিনের বেলায় গুল ব্যবহার করা মাকরুহ এ ধরণের কাজ থেকে বিরত থাকা উচিত..গুলের কোন অংশ মুখের লালার সন্ঙে মিশে গলার ভিতর প্রবেশ করলে রোজা নস্ঠ হয়ে যাবে. সংগৃহিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।