ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই
তখন ছোট ছিলাম। রোজ রাখছি। সেই বছরের পয়লা রোজা। বড় ভাই সকালে ঘুম থেকে উঠে বল্লো ওর শার্টটা ইস্ত্রি করে দিতে। তখন মাড় দেয়া কাপড় পানি ছিটিয়ে ইস্ত্রি করতাম।
গ্লাসে করে পানি ভরে ইস্ত্রি করতে শুরু করলাম। কিছুক্ষন পর আরো পানি লাগলো। ডাইনিং রুমে গিয়ে জগ থেকে পানি ঢাল্লাম। গলাটা এমনিতেই শকায়া ছিলো। ইস্ত্রি করার জন্য পানি ঢেলেছি, তা আর মাথায় থাকলো না।
ঢক ঢক করে দুই ঢোক পানি গিলে ফেল্লাম। দূর থেকে আমার বোন দেখে বল্লো আরে! তুই না রোজা!! বলেই হাসতে লাগলো। আমার তখন হুশ হলো আরে তাইতো! ভায়ার উপরে সেদিন যে রাগ হয়েছিলো না! ওর জন্যই তো সেদিনআমার রোজাটা ছুটলো! এসব কথা মনে পড়ে এখন শুধু হাসি পায় ... রোজ আসে রোজা যায়, এমন হাসি আনন্দ দু:খ কষ্ট আর ফিরে আসে না ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।