সবটাই চাই। তুমি নয় খানিকটাই দিও,তাও না পারো তো-কিছুই চাইনা। তবুও সবটাই চাইতে চাই। চাইতে দিও.. গত ৬। ১২।
২০১০ইংরেজী তারিখে আল্লাহর অশেষ দয়ায় কন্যা সন্তানের বাবা হয়েছি । সে এক অন্যরকম অনুভূতি। আমি কনো লেখক নয়ই যে তার যর্থাথ ভাব দিয়ে পাঠকদের সাথে শিয়ার করব।
তবে ফেসবুক,ইমেল,টেলিফোনে যে সেব বন্ধু ও শুভাকাংক্ষি মোবারক
বাদ দিয়ে আমাকে আনন্দ ও খুশি করেছে তার কিছু এখানে শিয়ার করব ।
উলেক্ষ্য যে দৃগ্য ১০ বছর যাবত আমি সৌদি আরব প্রবাসী ।
সর্ব প্রথম ছোট ভাই মিথুন ভোর ৫টায় টেলিফোন করেঃ হ্যালো ভাই আপনি কন্যা সন্তানের বাবা হইছেন, আমরা চাচা হইলাম ।
পারভিন আপাঃ শিপন,মাসাল্লাহ একেবারেই তুই । সাইম লম্বা এক হাসি দিয়েঃ হে হে কি শুনলাম তুই নাকি বাবা হইলি ?
ফেসবুকে বড় ভাই আবুল বাশারঃ আল্লাহ্র কাছে সুক্রিয়া করো ।
রুমাঃ মাসাল্লাহ । বন্ধু শিমুল বাশারঃ
ইমেইলে আহামেদঃ মুবরুক,রাব্বানা খাল্লি ।
অথাৎ মোবারক বাদ,মহান আল্লাহ তাকে বচিয়ে রাখুক ।
এ ভাবে চলতে থাকলো ৪/৫ দিন ,৭দিনের দিন আকিকা দিয়ে নাম করন করতে হবে । শুরু হলো নাম খোঁজার পালা । নাম খোছতে জেয়ে সে কি বিপওি। মেয়ের নাম নাকি বাবার নামের সাথে মিলিয়ে রাখতে হয় ,তাই নাম যাই হোক প্রথম অক্ষর এস কিংবা শ হতে হবে ।
সে ভাবেই চলছে নাম খোজা- খুজি । ইসলামিক কোণ এক বই এ পড়ছিলাম ,বাবা মার সন্তানের উপর প্রথম দায়িত্ব হলো সুন্দর নাম রেখে আকিকা দেওয়া । আরও পড়ছিলাম সুন্দর নাম হয় ঐ সব ,আল্লাহর পছন্দের নাম । যা আল্লাহ কিয়ামতের দিন হাশরের ময়দানে ঐ সুন্দর নাম রাখার কারনে আল্লাহ তালা খুশি হয়ে সন্তানের বাবা-মাকে বলবে যাউ তোমরা জান্নাতে যাও । সে আশায় আমিও মেয়ের নাম খুঁজতে লাগলাম আল্লাহার পছন্দের ইসলামিক নাম সমূহ ।
আমি তালিকা করতে লাগলাম নামের । আমেনা,রাবেয়া,ফাতেমা ইত্যাদি । আর বৌকে জানাছি । বৌর করা
হোশিয়ারি এ রকম কমোন ও পুরানো নাম চলবে না । নাম হতে হোবে আনকমোন ইসলামিক ।
এখন এ রকম নাম আমি কথায় পাই ? আবার মিথুন, ছোট ভাই খুব উৎসাহ নিয়ে একটু পর পরই এই নাম সেই নাম নিয়ে আসছে । মিথুন বাড়ির ছোট সন্তান হয়াতে
অর সিধান্তে সবাই প্রায়রিটি দিচ্ছে । যাই হক নাম হলো "সচ্ছো" ।
কিন্তু আমার ভাল লাকছে না । এটা কেমন নাম হলো ।
এদেকে আকিকার দিনও চলে এলো নামতো এখন নির্বাচন করতেই হবে ।
শেষে ছোট বোন লিপির নাম করনে আকিকা হলো,রুকাইয়া শিপন
ভাল নামতো হলো এখনতো একটা ডাক নাম দরকার ।
আমি আবার খুঁজতে লাগলাম একটি সুন্দর নাম আমার সো্নামনির জন্য । পেলাম "সামিয়া" মা বলে না এ নাম রাখা যাবেনা ,পাশের বাড়ির মৃদা বাড়ির মেয়ের নাম । হল বাদ ।
"সুমাইয়া" মোটামুটি চলে যাইহোক প্রথম অক্ষর সঃ তো আছে ।
কিন্ত বাদ সাজলো বোন লিপি, এ নাম চলবে না । কেনো ??
এ নাম চাচাতো বনের মেয়ের নাম । তাতে কি ঐ মেয়ে থাকবো কই আর আমার মেয়ে থাকব জয়পারায় । না বনের সাফ কথা এ নাম রাখা চলবেনা ।
পরে ইরাণী আপা বলবে তার মেয়ের নাম দেখে আমরা আমাদের মেয়ের নাম রাখছি ইত্যাদি ইত্যাদি । হলো বাদ ।
অনেক খোঁজা- খুঁজি কোরে পেলাম নাম । নামটি আমার খুবই পছন্দ
হল । আমি মনে মনে ভীষণ শান্তি পেলাম যাক এবার একটি নাম পাইছি ,আনকমোন এবং সুন্দর ও পরিতির মোধ্যেতো নাই"ই এলাকায়ও নাই ।
বাড়ীর সবাইকে বললাম আমার মেয়ের নাম "সারা" সবাই খুশি হলো । ডাকা ডাকিও শুরু হল । অমা কয়দিন পর মামাতো বোন তুলি তেরে এলো । তার ফুপিকে বলে, ফুপি তোমার
নাতীর নাম শারা রাখতে পারবানা , তুমি যানোনা এটা আমার নাম । মা বলে আমরা রাখি নাই যার মেয়ে সে রাখছে ।
একদিন বাংলাদেশ থেকে বার বার মিস কল । ফোন গুরাতেই অপাশ থেকে , অই শিপন ভাই খবরদার তোমার মেয়ের নাম সারা
রাখতে পারবে না ।
তুলির সাথে লিপিও আপত্বি করাতে আমার এই পছন্দের নামটিও
ব্যাসতে গেলো ।
কি করব ? কোথায় পাবো আমার সোনামনির জন্য একটি সুন্দর নাম ? এ দিকে দেরি হয়ার কারনে মিথুনের সেই আমার না পছন্দ
নামটিই নিয়েই সবাই ডাকা-ডাকি শুরু করছে । কি করি ?
অনেক ভাবা ভাবির পর বন্দু শিমুল বাশারকে বললামঃ বন্দু
মেয়ের জন্য নাম পাছিনা একটা নামতো দে ।
শিমুল বললো ,ওকে
আমি দেখছি তবে হ্যাপি টেপি রাখা যাবে না ।
আমি মনে মনে ভাবছি পারলেতো হ্যাপিই রেখেদেই যেনো মেয়েটি
আমার, বড় হয়ে হ্যাপির মতোই হোক ।
হ্যাপির কথা ভেবেই বাদ দিলাম ইসলামিক সুন্দর নাম রাখার প্রয়োজন । পাশাপাশি বাংলাদেশের কিছু বিখ্যাত মেয়ের নাম শেখ হাসিনা,মতিয়ারা চৌধুরি,শাহারা খাতুন,সুলতানা কামাল প্রভতি এ
সব ইসলামিক সুন্দর নাম ধারি মানুষ রুপি জানুয়ার । যারা ধর্মনিরপেক্ষতা মতোবাদে বিশ্বাস করে ।
এদের কথা মনে পরাতে
চূড়ান্ত ভাবে বাদ দিলাম । না নাম নয় তার শিক্ষা দীক্ষা আচার আচরনেই আমার মেয়েটি মানুষ হবে । হবে ধর্ম ভিরু ,চারিএিক গুনা বলিতে হবে অন্যন্যা ।
এ দিকে বন্দু শিমুল আর কোন নাম দিছেনা । এক দিন অলস দুপুরে বসে আছি ।
শিপনের সাথে শিথিতো দারন মিল
তবে কেনো নয় আমার মেয়ের নাম শিথি । নামটি আমার ভিশন পছন্দ হলো । এ ভাল লাগা নিয়েই বৌর সাথে শিয়ার করলাম
বৌও খুশি হলো বললো বাহ সুন্দর" শিথি" ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।