আমাদের কথা খুঁজে নিন

   

ও শুধু এই একটি মেয়ের না, এই স্কুলের আরও অনেক মেয়ের চরম সর্বনাশ করেছে; বিক্ষুব্ধ অভিভাবকদের বক্তব্য

যৌন নির্যাতনের শিকার ভিকারুন নিসা’র ছাত্রীর অভিযোগপত্র] (বিস্তারিত জানতে ওপরে ক্লিক করুন) ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা দিবা শাখার বাংলা বিভাগের শিক্ষক পরিমল জয়ধর স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে তার কোচিং সেন্টারে ধর্ষণ করেন। তিনি সেই দৃশ্য ভিডিও করে রাখেন এবং ইন্টারনেটে প্রচার করার হুমকি দিয়ে ওই ছাত্রীকে আরও দু’দফায় ধর্ষণ করেন। বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ৬ নম্বর সড়কের ৩৫৯ নম্বর বাড়িতে ওই কোচিং সেন্টার অবস্থিত। ধারণ করা ভিডিও দেখিয়ে ওই ছাত্রীকে আবারও যৌন নির্যাতনের চেষ্টা করলে ছাত্রীটি তার বাবা-মাকে ঘটনাটি জানিয়ে দেয়। ছাত্রীর অভিভাবক লিখিতভাবে ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানালেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বসুন্ধরা শাখার সাধারণ অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

গত সোম ও মঙ্গলবার তারা বসুন্ধরা শাখায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বসুন্ধরা শাখার কয়েকজন শিক্ষক বলেন, পরিমল জয়ধর বিবাহিত। তার একটি সন্তানও রয়েছে। ওই শিক্ষকের বাসায় কোচিং করতে গিয়ে অনেক ছাত্রীই যৌন নিপীড়নের শিকার হয়েছে। লোকলজ্জার ভয়ে তারা কেউই মুখ খোলেনি।

অভিভাবকরা জানান, মেয়েদের স্কুল হওয়ায় ভিকারুননিসা স্কুলের কোনো শাখায়ই ২ জনের বেশি পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। তবে বর্তমান অধ্যক্ষ হোসনে আরা বেগম দায়িত্ব নেওয়ার পর দেশের একটি বিশেষ অঞ্চলের ৬ জন পুরুষ শিক্ষককে একযোগে নিয়োগ দেন। পরিমল জয়ধর তাদেরই একজন। বিক্ষুব্ধ অভিভাবকদের বক্তব্য ‘ও শুধু এই একটি মেয়ের না, এই স্কুলের আরও অনেক মেয়ের চরম সর্বনাশ করেছে। শুধু মান-ইজ্জতের ভয়ে কেউ মুখ খোলেনি।

ও একা নয়, আরও কয়েকজন ওর সঙ্গে জড়িত। আমরা এই নরপশু পরিমলের সাজা নিজেদের হাতে দিতে চাই’_ এমন শত শত প্রতিবাদী কণ্ঠের অভিভাবক ক্রোধে ফেটে পড়েছিলেন বসুন্ধরা শাখার সামনে। গতকাল বসুন্ধরায় ভিকারুননিসা নূন স্কুল ক্যাম্পাসে সরেজমিন গিয়ে অভিভাবকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। অভিভাবক সাদিয়া আফরিন জানান, এক বছরেরও কিছু কম সময় আগে এই শাখায় যোগদান করেন পরিমল জয়ধর। এ সময় তার সঙ্গে আরও ৫ জন পুরুষ শিক্ষক যোগদান করেন।

এই ছয়জনই ওই কোচিংয়ে ছাত্রী নির্যাতনের দায়ে অভিযুক্ত। তাদের অপসারণ ও কঠিন শাস্তি দিতে হবে। অভিভাবক শামীমুল হক বলেন_ ‘এরা পুরুষ শিক্ষকরা সবাই মিলে স্কুলের ভবনের ঠিক পেছনে ৩৫৯নং ভবনে একটি একতলা বাড়ি ভাড়া নেয়। এখানে তারা প্রত্যেকেই পালা করে ছাত্রী পড়ায়। ছাত্রীদের সঙ্গে এই শিক্ষকের সবার আচরণই আপত্তিকর।

যৌন নির্যাতনের শিকার ভিকারুন নিসা’র ছাত্রীর অভিযোগপত্র] (বিস্তারিত জানতে ওপরে ক্লিক করুন)  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.