পরিবর্তনের অপেক্ষায় আমি একটি পোশাক তৈরী শিল্প্ প্রতিষ্ঠানে জব করি । এবং সে প্রতিষ্ঠানটি মিরপুর এলাকায় । এবং আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে গাজীপুরের রাজেন্দ্রপুরে । তো যাই হোক, আমি গত ২২/০৬/২০১১ ইং তারিখে মিরপুর থেকে গাজীপুর গিয়েছিলাম অফিসিয়াল কাজে। তো কাজ শেষে যখন অফিসের গাড়ীতে করে রওয়ানা দিলাম তখন বাজে রাত ৯ টা বেজে ২৬ মিনিট ।
সঙ্গে আমার ম্যানেজর স্যার ছিলেন । রাজেন্দ্রপুর থেকে মাস্টার বাড়ী নামক স্থানে মোটামুটি স্বাভাবিক ভাবে গাড়ী চলছিল , কিন্তু যখন আমাদের গাড়ী জয়দেবপুর চৌরাস্তার দিকে পৌছায় তখন রাস্তায় বিবেকহীন ভাবে সৃষ্ট জ্যামে জীবনটা যেন অতীষ্ট হয়ে গেল । প্রথম প্রথম শোনা গেল যে ভোগড়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে যার জন্য এই জ্যাম । যদিও কথাটির সত্যতা যাচাই করে পাইনি । তো যাই হোক প্রচন্ড যানজটের কারনে টঙ্গির কলেজ গেটে আসতে বাজে রাত ১:৩০ মিনিট ।
আর হ্যা আমার ম্যানেজার স্যারের বাসা আবার কলেজ গেট । তো কি করার ঐ রাতে তো মিরপুর এলাকায় পৌছতে পৌছতে ভোর হয়ে যাবে । তো আমার কাজ পরের দিনের জন্য ও কিছু কাজ বাকী ছিল । অগত্যা আমি আমাদের গাড়ীর ড্রাইভারকে বললাম চলো আবার ফ্যাক্টরীর দিকে যাই । অবশেষে আবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ফিরে যাই ।
এই যদি হয় রাজধানীর একেবারেই নিকটতম একটি শিল্প প্রধান জেলার সড়ক যোগাযাগের বিশ্রী অবস্থা । তাহলে আর কি করার ? যাই হোক আমার আকুল অনুরোধ রইল গাজী পুর প্রশাসনের কাছে (এবং সমস্ত ব্লগারের কাছে হয়তো অনেক ব্লগারের আ্নীয় স্বজন হয়তো গাজীপুর এলাকার প্রশাসনের কোন কর্মকর্তা হয়ে থাকবেন ) তাঁরা যেন ঐ এলাকার যানজট নিরসনে একটু ভূমিকা রাখেন । তা না হলে আমার মনে হয় যানজটে অবরুদ্ধ অফিস ফেরত মানুষ যে কোন সময় ফুঁসে উঠবে । ঐ এলাকার যাজনট নিরসনের প্রত্যাশায় আমি আমার লেখা শেষ করলাম । সামু'র প্রত্যেক ব্লগারদের শুখ কামনা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।