আইনি বাধ্যবাধকতা থাকায় আসন্ন রমজানের আগেই নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন।
আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় শূন্য হওয়া কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনও করা হবে এই সময়ে।
তবে সার্বিক প্রস্তুতি বিবেচনা করে আলাদাভাবে ঢাকা সিটি করপোরেশনের দুই ভাগে নির্বাচন করার বিষয়টি কমিশন সভায় পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
মঙ্গলবার এ চারটি নির্বাচন (ডিসিসি উত্তর-দক্ষিণ, গাজীপুর সিটি করপোরেশন ও কিশোরগঞ্জ উপ নির্বাচন) আয়োজনের বিষয়ে কমিশন সভায় বসবে ইসি।
গত ১৩ মে আইনি জটিলতা কেটে যাওয়ায় ডিসিসির উত্তর-দক্ষিণ ভাগে এখন নির্বাচনে কোনো বাধা নেই।
নির্বাচন অনুষ্ঠানে সময়েরও কোনো বাধ্যবাধকতাও নেই।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন ১৫ জুলাইয়ের মধ্যে করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
কিশোরগঞ্জ-৪ আসনটি ২৪ এপ্রিল শূন্য হওয়ায় উপনির্বাচন করতে হবে ২২ জুলাইয়ের মধ্যে।
৪১ লাখের বেশি ভোটারের ডিসিসি এবং ১০ লাখের বেশি ভোটারের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন একদিনে করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।
তবে রমজানের আগে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন করার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবারের বৈঠককে ‘অনানুষ্ঠানিক’ উল্লেখ করে আবু হাফিজ বলেন, “এ বৈঠকে সার্বিক বিষয়গুলো আমরা আলোচনা করবো। গাজীপুরের জন্য আগে থেকেই প্রস্তুত আমরা। হালনাগাদ ভোটার তালিকা দিয়েই (ইতোমধ্যে সিডি সম্পন্ন হয়েছে) রমজানের আগে এ নির্বাচন করতে পারবো। ”
তবে ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকার সিডি তৈরিসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ডিসিসি নির্বাচনের জন্য এখনো ইসি প্রস্তুত নয় বলে জানান এই নির্বাচন কমিশনার।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, গাজীপুরের ভোটার তালিকা গত শনিবার ও ডিসিসির ছবিসহ ভোটার তালিকার চূড়ান্ত সিডি রোববার শেষ হয়েছে বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা ইসি সচিবালয়কে জানিয়েছে।
ডিসিসি, গাজীপুর ও কিশোরগঞ্জের নির্বাচনী তফসিল ঘোষণার জন্যে ইসির সচিবালয়ের সার্বিক প্রস্তুতি কার্যপত্র মঙ্গলবার কমিশনে উপস্থাপনের জন্য তৈরি করেছে।
৬ জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া ও ৪ জুলাইয়ে নির্বাচন করার সম্ভাব্য সময়সূচির প্রস্তাবও দেয়া হচ্ছে। এতে ডিসিসি নির্বাচনের বিষয়ে ১৩ এলাকা নিয়ে জটিলতার কথাও তুলে ধরা হয়।
মঙ্গলবার বা বুধবার তফসিল দেওয়ার সম্ভাবনার কথাও জানান ইসি কর্মকর্তারা।
আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের নির্বাচন হবে।
জাতীয় নির্বাচনের আগে আরো চার নির্বাচন হচ্ছে। আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে। কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ৫ সদস্যের ইসি দুটি উপ নির্বাচন ও রংপুর সিটি করপোরেশন ছাড়া স্থানীয় সরকারের কিছু উপ নির্বাচন করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।