আমাদের কথা খুঁজে নিন

   

আবারো আলোচনায় জয়নাল হাজারী

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও ভোট কারচুপির ঘটনায় ফেনীর জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খাঁন ও ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলামকে প্রত্যাহার করায় হঠাৎ আলোচনায় জয়নাল আবেদীন হাজারী। এ দুজন কর্মকর্তার প্রত্যাহারের পেছনে সাবেক এই সংসদ হাজারীরই হাত ছিল এমন গুঞ্জন উঠেছে গোটা শহরে। এ দু’জন বিতর্কিত জেলা প্রশাসক ও ওসির প্রত্যাহারের নেপথ্যে জয়নাল হাজারী হাত না থাকলে এদের খুঁটি এখান থেকে উৎক্ষাত করা যেতোনা বলে জানিয়েছেন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা।

কারণ ইউপি নির্বাচনের কয়েকদিন আগে জয়নাল হাজারী নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে আসেন। দীর্ঘদিন যাবৎ ফেনীর জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খাঁন ও ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম শাসনের নামে ফেনীতে শোসনের রাজ্য কায়েম করেছেন। দু’জনই জয়নাল হাজারীর চির শত্রু নিজাম উদ্দিন হাজারীর আস্থাভাজন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেও জয়নাল হাজারী কোন দাপট, হুংকার নেই। হাজারী থাকলেও না থাকার মতো।

বর্তমানে তার সম্পাদিত দৈনিক হাজারিকা প্রতিদিন ও সাপ্তাহিক হাজারিকা নিয়ে ব্যস্ত সময় কাটাচেছন। দীর্ঘদিন যাবৎ আলোচনায় নেই। এদের দুইজন ফেনী থেকে প্রত্যাহার হওয়ার ফেনীর মানুষ দীর্ঘদিন পর স্বস্তীর নিশ্বাস ফেললো। ওসি আমিনুল ইসলাম বিরোধী দল ও হাজারী সমর্থকদের বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানী করেছে। ফেনী মডেল থানাকে বানিয়েছে সরকারী দলের বৈঠক খানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।