আমাদের কথা খুঁজে নিন

   

সেলফ পোর্ট্রেইট

"আমার ভিতর ঘর করেছে লক্ষজনায়, এবং আমায় পর করেছে লক্ষজনে - এখন আমার একটি ইচ্ছে, তার বেশী নয় স্বস্তিতে আজ থাকতে দে না আপনমনে " বিস্কুটগুঁড়োর মতো বিষাদের কণা লেগে আছে, হাসি ফিরে এলো - ব্যাকহ্যান্ড। মুখের গভীরে ঘন বন। আঁকাবাঁকা শুঁড়িপথ ছেয়ে আছে আবিকেল, ইথারেও ফিরিলো কুলায় - আমার মৃণ্ময়-কোর্ট, মাটিময় চেনাজানা ঘাস মরে গিয়ে জেগে আছে। বিস্কুটগুঁড়োর মতো বিষাদের কণা তোর মুখে, মুছে যেতে চেয়ে লেগে আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।