আমাদের কথা খুঁজে নিন

   

সেলফ এপ্রিসিয়েশন

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

পদোন্নতি পেলে কার না ভাল লাগে। পদের উন্নতি বলে কথা। কর্তা থেকে কর্ম, কর্ম থেকে করণ এভাবে শনৈ শনৈ উন্নতি কার না ভাল লাগে। আরো ভালো হয় সে উন্নতি যদি তারকা মন্ডিত হয়। আমাদের সমরপ্রবররা দেশ ও জনগণের চরম ও পরম উন্নয়ন কর্ম সম্পাদন করবার পর ভাবলেন একটা তৃপ্তির ঢেকুর তুলি।

যেমনটি সচরাচর সারা সপ্তাহ ব্লগিং এর পর সপ্তাহান্তে আমি ভূনা খিচুড়ি খাই, ঠিক তেমনি। আমি এটির নাম দিয়েছে, সেলফ এপ্রিসিয়েশন। আমাদের কুতুবখানার প্রধানরাও নিজেদের পিঠ চাপড়ে দেবেন ঠিক করেছেন। প্রত্যেকে নিজেদের উর্দিতে একটা করে অতিরিক্ত তারকা যোগ করেছেন, এবং সাথে জুনিয়রদের উর্দিতেও একটা করে তারকা যুক্ত করেছেন। তারায় তারাময় কাঁধে দেশের ভার।

ইদি আমিন এক সকালে ঘুম থেকে উঠে ঘোষণা করেছিলেন, তিনি কনক্যুয়েরার অফ দি বৃটিশ এম্পায়ার। কারণ তিনি দেশ থেকে বৃটিশদের ভাগিয়ে দিয়েছিলেন। হঠাৎ করে ইদি আমিন দাদার কথা মনে পড়ছে। আমাদের সমরনায়কদের জন্য শুভকামনা। শুভস্য শীঘ্রম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।