পৃথিবীর বহু জায়গা নয়নাভিরাম। অনেক সময় তার সাথে মানুষের স্থাপত্য যোগ হয়ে বেশ সুন্দর প্যাটার্ন তৈরী করে। গুগল বাহাদুরের কেরদানিতে তা সুন্দর ভাবে ধরা পরে। তেমনি কিছু ছবির সমাহার। সবই নেট থেকে নেয়া।
১. ফোর্ট মেয়ার, ফ্লোরিডা। গোল করে সাজানো বাড়ীর সারি
২. Charlotte harbor, ফোর্ট মেয়ার, ফ্লোরিডা। আংশিক ডেভেলাপড্ কমিউনিটি
৩. সেই বিখ্যাত প্যারিসের L’Etoile, যার মাঝে দাড়িয়ে আছে ট্রায়াম্ফাল আর্চ, Didier Morlot'র তোলা ছবি
৪. ভেরোনা ওয়াকের অংশ, নেপলস, ফ্লোরিডা।
৫. কেপ কোরালের ঘন বসতি, ফ্লোরিডা। অনেকে এটাকে আমেরিকার রিয়েলে এস্টেট ডেভেলাপমেন্টের সবচে খারাপ অবস্থা মনে করেন।
হায়! তারা যদি একবার বাংলাদেশের ঢাকা আর কক্সবাজার দেখে যেতেন...
৬. গোলাকৃতির কমিউনিটি, ফোর্ট মেয়ার, ফ্লোরিডা।
৭. কেপ কোরালের খালে নৌকাও চলে...
৮. মানব নির্মিত হ্রদের পাড়ে জনবসতি। আমেরিকানরা ঠাট্টা করে বলে - "একটা দশ ফিট গভীর পরিখা খনন করে লেক নাম দিয়ে দাও, আর জমির দাম দশগুণ বাড়িয়ে নাও। "
বাংলাদেশেতো দশ ফুট লেক কাটা দূরের কথা, পারলে আস্ত বুড়ীগঙ্গা নদী খেয়ে ফেলা হয়। ডেভেলপার কোম্পানির মালিকের ধমক খেয়ে স্বয়ং ভূমি মন্ত্রীও ভয় পেয়ে যায়।
বনিটা স্প্রীংস, ফ্লোরিডা।
৯. ১৯৬০ এ তৈরী, কখনই পুরোপুরি শেষ হয়নি। রোটোন্ডা ওয়েস্ট নেইবারহুড; Charlotte County; ফ্লোরিডা।
১০. সার দেয়া বদ্ধ গলির ধারে এখনও বহু প্লট পড়ে আছে। Charlotte County; ফ্লোরিডা।
পরের ছবিগুলো Robert B. Haas এর তোলা। ১১, ১২, ১৩, ১৪ হচ্ছে বে অফ বথনিয়া, সুইডেন। যেন শিল্পীর তেল রং।
১৫ হচ্ছে নিকোলা নদী, আলাস্কা।
১৬ হচ্ছে ম্যানিটোবা, কানাডা।
১১.
১২.
১৩.
১৪.
১৫.
১৬.
১৭. Bob Sacha'র তোলা। দার্জিলিংয়ের চা বাগান।
১৮. বিস্তীর্ণ চা বাগান। যেন ভ্যানগগের কোন পেইন্টিং।
১৯. দাদুগাং, ইউনান প্রদেশ, চীন।
জায়গাটা Pu'er জাতীয় চায়ের জন্য বিখ্যাত। George Steinmetz'র তোলা ছবি।
২০. জাপানী শ্রমিক চা তুলছে। বন্ধুর Nara Prefecture, জাপান। George Mobley'র তোলা ছবি।
আগেই কেউ পোস্ট দিয়ে থাকলে জানাবেন। পোস্ট মুছে দেবো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।