নিজেকে খুঁজি নিজের ভিতর
আমার নাগরিক জীবন খুবই ক্লান্তিকর, একঘেঁয়ে, বিষন্ন ও প্রাণহীন। প্রাণ যেন মৃত এখানে, জীবন যান্ত্রিক। প্রতিটি নিশ্বাস যেন বিষাক্ত। প্রতিনিয়ত এখানে বেঁচে থাকার সংগ্রাম। আমিও যেন তাল মিলিয়ে যান্ত্রিক হয়ে পড়ছি প্রতিটি ক্ষণ...
ভোরের বাতাস, পাখির কলতান, নদীর ঢেউয়ের শব্দ আর রূপালি জোসনারাত...আমাকে নস্টালজিক করে তোলে...
তবুও নগরে রাত নেমে আসে। রাতের আকাশে চাঁদ ওঠে। অপরিকল্পিত নগরের আড়ালে সে আমি দেখি। কিন্তু প্রকৃতির এই অপার স্নিগ্ধতা নগরের বুকে ম্লান হয়ে পড়ে, যখন একটি পাখি প্রাণহীন পড়ে থাকে এলোমেলো বাড়ির কোনো এক ছাদে...
নগরে এখন আর পাখির কলতান শোনা যায় না...
শিরোনাম : প্রাণহীন নগরের এক রাত
মাধ্যম : এ্যাক্রেলিক
আকার : ৩৬ ইঞ্চি ও ৩৬ ইঞ্চি
বছর : ২০০৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।