আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর ও আমিঃ স্বপ্নের কথোপকথন

ঈশ্বর ও আমিঃ স্বপ্নের কথোপকথন ঈশ্বরঃ আজ রাতে ঘুমটা কেমন হলো? আমিঃ ভালইতো। মন্দনা। বেশ মজার একটা স্বপ্ন দেখলাম। ঈশ্বরঃ জানি। স্বপ্নে আমার সাথেই তোমার কথা হয়েছে।

আমিঃ কী আশ্চর্য! স্বপ্নের সেই সুদর্শন মানুষটি কি আপনি? কী সৌভাগ্য আমার! ঈশ্বরঃ হ্যাঁ আমি। তোমার ভাগ্য ভাল কেউ আমাকে স্বপ্নে দেখতে পায়না। বলতে পারো দেখার সাহস পায়না। তা আমার সাথে কথপোকথন কেমন লাগলো? আমিঃ স্বপ্নের সব কথা মনে করা কঠিন। তবুও অনেকটাই মনে আছে।

সৃষ্টি, ভালবাসা, মন এসব নিয়েই কথা হচ্ছিল। ঈশ্বরঃ হুমম্। তোমারতো দেখি সবই মনে আছে। আমিঃ আমাদের সৃষ্টির পেছনে আপনার মূল উদ্দেশ্য কী? ঈশ্বরঃ ভালবাসা। আমি তোমাদের মাঝে আমার প্রতি গভীর ও আন্তরিক ভালবাসা দেখতে চেয়েছি।

ভালবাসা পেতে চেয়েছি। ভালবাসার মাঝেই সৃষ্টির সমস্ত আনন্দ উপভোগ করতে চেয়েছি। আমিঃ আপনার সৃষ্টির হিসেবটা কি সেভাবে মিলেছে? আমি মহাজাগতিক কিছু জানিনা তবে নিজে মানুষ বলেই মানুষ সম্পর্কে কিছুটা ধারণা আছে। এই ধরুন আমি বিপদে না পরলে কখনোই আপনাকে স্মরণ করিনা। আমার মতো অনেকেই আছে।

মানুষ অনেক ক্ষেত্রেই স্বার্থপর। আর আপনি জেনেশুনেই সেই মানুষ সৃষ্টি করেছেন। ঈশ্বরঃ তোমাদের সৃষ্টিতে আমার কিছু ভুল হয়েছিল। শয়তান ও ফেরেস্তা সৃষ্টিতে আমার কোন ভুল হয়নি কারণ তারা একটি মাত্র উপাদানে সৃষ্টি। আগুন বা নূর থেকে।

আর তোমাদের সৃষ্টি করেছিলাম মাটি থেকে। মাটি অনেকগুলো উপাদানের যৌগিক। তাই তোমাদের মাঝে এতো জটিলতা। আমিঃ তাহলে দেখা যাচ্ছে মানবসৃষ্টি আপনার এক ধরণের সূক্ষ্ম ভুল। ঈশ্বরঃ আমি আমার সৃষ্টির কোথাও কোন ভুলের অবকাশ রাখিনি।

এটা আমার ভুল নয় বরং এক ধরণের নিরীক্ষা। আমার কোন সৃষ্টির জন্য আমি কোন শাস্তির বিধান রাখিনি শুধু তোমাদের জন্যেই রেখেছি। কারণ আমি জানতাম তোমরা এমনটাই করবে। আমিঃ আপনি জেনেশুনে শুধু ভালবাসা পাবার জন্য এমন রিস্ক নিলেন? ঈশ্বরঃ হ্যাঁ নিয়েছি। কারণ এই বিশ্বব্রহ্মান্ডের সকল কর্তৃত্বই আমার হাতে।

তোমরা শুধুই আমার হুকুমের দাস। আমিঃ তাহলে আপনি জানতেন এই পৃথিবীর অনেক মানুষই স্বেচ্ছায় বিপথগামী হবে, আপনার কথা ভুলে যাবে, আপনার প্রতি ভালবাসা বা কৃতজ্ঞতা জানাবেনা। ঈশ্বরঃ আমি তোমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে কিছু বিশেষ জিনিষ সাথে জুড়ে দিয়েছি। যেগুলো না দিলে তোমরা আরও বেশী বেপরোয়া হতে, আরো বেশী বিপথগামী হতে, নিজেরাই নিজেদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে। আর জীবকুলের মধ্যে এই জিনিষটা শুধুমাত্র মানুষের জন্যই বরাদ্দ রেখেছি।

আর কোন সৃষ্টির মাঝে তা দেইনি। আমিঃ সেটা কী ভালবাসা? মানুষের মত কী আর কেউ ভালবাসতে পারে না? ঈশ্বরঃ তুমি বোকা। তুমি আসলেই বোকা। ভালবাসা আমি সবাইকে দিয়েছি। একটা কাকের মৃত্যু হলেও অনেক কাক এসে জোটে নিজেদের ভালবাসার টানে।

মুরগী, কুকুর, বিড়াল, সিংহ এমন কি হিংস্র বাঘও তাদের বাচ্চাদের ভালবাসা দিয়ে আগলে রাখে। কোরবনীর দিন গরু ছাগলের চোখেও জল আসে ভালবাসার কারণে। শুধু মাছের মধ্যেই ভালবাসা একটু কম দিয়েছি তাও তোমাদের কথা চিন্তা করেই। তোমাদের বাঁচার জন্য মাঠে ফসল, নদী ও সমুদ্রে প্রচুর মাছ দিয়েছি। আমিঃ প্লীজ! এমন হেঁয়ালী করবেননা! বলে ফেলুন মানুষকে কী এমন দিয়েছেন যা অন্য কাউকে দেননি? আপনি মনের আনন্দে সবকিছু সৃষ্টি করেছেন।

এটা আবার এমন কী জিনিষ যা কাউকে না দিয়ে শুধু মানুষকে দিয়েছেন। ঈশ্বরঃ তাহলে বলছি শোন। আর বললেই তুমি বুঝে ফেলবে অনেক কিছুর রহস্য। কারণ তোমার বুদ্ধি আছে। আমি মানুষকে স্বপ্ন দেখার অফুরন্ত ক্ষমতা দিয়েছি যা আর কাউকে দেইনি।

আমি মানুষকে বিবেক দিয়েছি যা দিয়ে মানুষ ভালমন্দ বিচার করতে পারে। আর এই স্বপ্ন ও বিবেক নিয়েই তুমি বেঁচে আছো। কারণ তুমি এখনও স্বপ্ন দেখো। তোমার বিবেক তোমাকে ভালমন্দ বুঝতে শেখায়। স্বপ্নের মাঝে তুমি নিজের ভাবনা মেলে দিতে পারো।

তাই অনেক কষ্টের মাঝেও তোমরা বেঁচে থাকো। আর আমিও তোমাদের বেঁচে থাকার স্বপ্নগুলো দেখে নিত্য নতুন প্রোগ্রাম সেট করি। আমিঃ তার মানে আপনি বলতে চান আমি স্বপ্ন দেখি? এই স্বপ্নের মাঝেই বেঁচে আছি? আমার সবকিছুই কল্পনাপ্রসূত! স্বপ্নময়! একদম বাজে কথা! আই ডোন্ট বিলিভ দিজ। আপনি নিজেকে বড় দেখানোর জন্য এসব বলছেন। আপনার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে! ঈশ্বরঃ তোমার চিন্তার দৈন্যতা দেখে আমি হতাশ হলাম।

তোমার জন্য আমার এখন রীতিমত করুণা হচ্ছে! আমি তোমাকে ভীষণ ইন্টেলিজেন্ট ভেবেছিলাম। তুমি আসলেই একটা বোকা। তোমার স্বপ্ন ভঙ্গ হোক। আমি চললাম। আমিঃ প্লিজ! ওয়েট! ওয়েট য়্যা মোমেন্ট! ডু ইউ থিঙ্ক য়্যা য়্যাম ইন ড্রীম! ওহ নো! দেখি তো নিজের গায়ে একটা চিমটি কেটে।

উফফ্। একি!! সত্যিই তো ব্যথা পাচ্ছি! তবে কী আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলম? কোথায় গেলেন ঈশ্বর? আমি কি ঈশ্বরকে কম ভালবাসি? আমি কি শুধু স্বপ্নই দেখি? নাহ্, আমি বিশ্বাস করিনা। আমার ভালবাসা সত্যি, আমার ঈশ্বরপ্রেম সত্যি। আমার মানবপ্রেম সত্যি। সব.. সব... সত্যি।

আমার বিবেক আছে। আমি কি বিবেকের তাড়নায় স্বপ্ন দেখি? এতক্ষণ যে ঘুমিয়ে ছিলাম সেটাওতো সত্যি। উফফ্ আর পারিনা। হে ঈশ্বর, আপনি আমাকে নিজেকে চেনার শক্তি দিন। (এই লেখাটা একান্তই রম্য হিসেবে লেখা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।