http:/t//images/authors/ovee_cep-263462_231660043520986_100000309770317_802117_2385023_n.jpg আকাশের তারারা নির্জনতায় কাদে বিষাদের অবসাদে ছিলাম আমরা ছায়া সংগী হয়ে জীবনের চাষাবাদে... কালের খেয়ায় স্মৃতির ধূলো উড়ে হৃদয় আকাশ জুড়ে পরিচিত মুখগুলো চোখের সামনে ভাসে হৃদয়ে কাপন তোলে অদম্য উল্লাসে গধুলি বেলায় আড্ডা গান আর কথা প্রিয়কে কিছু বলতে না পারার ব্যাকুলতা থেকে যায় অগোচরে আর...... মনাকাশে বৃষ্টি হয়ে ঝরে রাস্তার মোড়ে চায়ের কাপে তর্ক জমত কত পথচারীরা বাকা চোখে দেখতো চেয়ে শকুনের মত... ঘরহারা পথিক ঘরের খোজে অবিরাম ছুটে চলা ভালবাসি বন্ধু তোদের কখনো হয়নি বলা... হৃদয় ভাজে, স্মৃতির মাঝে হাতরে সময় কাটাই নীল ঘূড়িরা নীলাকাশে আর আমি ... খামখেয়ালী নাটাই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।