সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..
ইচ্ছে করেই ঘুড়ি উড়াই মন উজার করে
বাঁধ ভাঙ্গা দেয়ালের গায়ে নাটাই ধরি
হেচকা টানে টান মেরে আনি পুরানো শৈশব
একমুঠো রদ্দুর ঝড়ের মেঘে।
দেয়ালে আজ নেশা ধরেছে
ধোঁয়ার মাঝে বসত করছে----
দুরন্ত শ্যাওলা গুলো কেটে দিয়েছে লাইব্রেরী
বান্ধবহিন শহরে একলা পথিক
হলুদ নিয়ন ঝলসানি দেয় নিরব রাত্রী।
ধোঁয়া হয়ে তামাক পোরাই চোখে
নীল জামাটা গায়ে দিয়ে একলা আমি পথে
হঠাৎ করে পেছন ফেরা পাখি
ডাক দিয়ে বলে ভেঙ্গেছ আমায় নাকি?
অন্তর গহিন পথ চলাতে, ভুলছি অনেক কিছু
অর্থবিহীন পথ আমার , চলছি একটু একটু
সবুজ ডানা ভর করে আজ আমার নাটাই
সন্মোহনের পথে আমিও না হয় জীবন সাজাই।
আমার ঘুড়ি কেটে দেয় তোমার একলা শহর
ডাক দিয়ে যায় ঘুড়ি আমার সমস্ত প্রান্তর
ছোট্ট আমি একলা থাকি
একটু হাসি , একটু কাঁদি
জঙ্গল সম বাস রিক্সা আর জ্যামের শহর
একটু ভাব, একটু ভাব আমি কেমন আছি
তার সেই চোখ, তার সেই ছবি খুজে আমার ঘুরি
উড়ছে সে আজ খুজছে সে যে আমার শৈশব কৈশর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।