রোদ ভেঙ্গেছে আজ।
আটাশটা পায়ে পুরো শরীর টা বয়ে চলি
বৃত্তের শেষ খুঁজে-খুঁজে ; ভোরের কাফন
গায়ে মেখে পৃথিবীর ছাদে চোখ তুললেই
ঘোমটা টেনে দেয় সন্ধ্যার আঁচল
আর তখনই অন্ধকার ঘিরে ধরে মুখোশের মত
- আমার আর শেষ পাওয়া হয় না ।
আমি মরে যাই
দেহ পুড়ে গাঢ় সর হয়ে মিশে যায়
শেকড়ে-শিরায়-গুল্মে
তবুও জীবন টা শেষ হয় না ; হালের জোয়াল হয়ে
ঘাড় থেকে ঘাড়ে লাফিয়ে বেড়াই ।
উন-সত্তর তম জন্মে
ইষৎ বুঝেছিলাম -
অজস্র ঘুড়ি আমার মতই আমরণ যাযাবর
সবগুলোর একটা নাটাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।