আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় গেমঃ রোডর‍্যাশ - ওল্ড ইজ গোল্ড, নস্টালজিক পোস্ট

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। রোডর‍্যাশ গেমটা প্রথম খেলেছিলাম সেই '৯৯ সালের দিকে। সেকি উত্তেজনা!! গেমটা শুধু বাইক চালানো কিংবা বাইক রেসিং এর চাইতেও বেশী কিছু... রেসিং এর সময় অন্য প্রতিযোগীদেরকে ধারেকাছে পেলেই জোরসে ঘুসি আর লাথিলাথি চালাতাম।

জায়গামত লাগাতে পারলেই অপোনেন্ট ট্রাকের বাইরে! খ্যাকজ খালি হাত-পায়ে ফাইটে কি আর জমে? বের করে নিতাম লোহার চেন কিংবা বেসবল ব্যাট...দে বাড়ি! ধ্মাধ্ম...অপোনেন্ট পিছলে আলুর দম!!! তবে উল্টোটাও হতে পারে...বাড়ি খেয়ে আমি নিজেই চিৎপটাং - মেজাজ খারাপ হলে দিতাম পথচারী আর রাস্তা পার হতে যাওয়া মানুষগুলার শরীরের উপর বাইক উঠিয়ে...হু কেয়ারস...পুরা উরাধূরা!! এত আকাম করব অথচ পুলিশ আসবেনা...এইটা তো মগের মুল্লক না। তারছিড়া বাইকারদের শায়েস্তা করতে ঘটত পুলিশের আগমন। লে হালুয়া...এইবার পুলিশরে পিটানি শুরু...মুহাহাহা মিনিমাম হার্ডওয়ার রিকয়ারমেন্টঃ মজা নেন? আমার আইবিএম পেন্টিয়াম টু আর ৩২মেগাবাইট র‍্যামের পিসিতে স্মুথলি রোডর‍্যাশ চালাতাম। উইন্ডোজ ৯৮ থেকে শুরু করে হালের ভিসতা কিংবা সেভেন সবকিছুতেই রোডর‍্যাশ চলবে। __________________________________ ডাউনলোড লিঙ্ক ____________________________ - এটা পোর্টবল এডিশন।

তাই ইন্সটল করার ঝামেলা নেই। আর শুরু থেকেই সবগুলো ট্র্যাক আনলকড পাবেন। ডাউনলোডের পর রার আরকাইভটা এক্সট্রাক্ট করে শুধু প্রথমবার ভিতরের REGEDIT.REG ফাইলটা রান করিয়ে নিতে হবে। কনফার্মেশন চাইলে Yes দিন। ব্যাস! এরপর থেকে Roadrash.exe-তে ক্লিক করেই গেম চালাতে পারবেন বোনাস হিসেবে মজার কিছু চিটকোড তো আছেই! আর্কাইভের ভিতরে Cheat.txt ফাইলটায় পাবেন।

মাঝেমধ্যেই গেমটা খেলা হয়। পুরানো সেই দিনগুলোয় ফিরে যাই; সেই যে আমার নানা রংগের দিনগুলি... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.