বিভিন্ন জায়গা থেকে মানুষ জড়ো হয় বিভিন্ন জাতের কবুতর নিয়ে। প্রতি হাটেই প্রায় ১০০/১৫০টা কবুতরের দোকান বসে। গ্রিবাজ, সিরাজী, নবাবী, মিহিরবাজ, বার্মিজ, বোম্বেসহ পাওয়া যায় দেশি-বিদেশি নানা জাতের কবুতর। দামে সস্তা হওয়ায় দেশি জাতের কবুতরের চাহিদা এখানে বেশি। প্রতি জোড়া ১৫০ থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। গ্রিবাজ কবুতরের ৫০ ধরনের জাত আছে। সবচেয়ে ভাল জাত হল সবুজ গলা ও লাল গলার গ্রিবাজ। গ্রিবাজ আকাশে উড়ে উড়ে অনেক ধরনের খেলা দেখায় বলে এই জাতটি সবার কাছে প্রিয়। গ্রিবাজ কবুতরের প্রতি জোড়া ৫০০ থেকে ১৫০০ টাকা, ময়ূরী জাত ১০০০ থেকে ২০০০ টাকা, সিরাজী জাতের কবুতর ৫০০ থেকে ২০০০ টাকা দরে হাটে বিক্রি হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।