একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি !
@
!
@
!
@
!
@
জীবন অনেক কিছু সহজ যেমন করে দিয়েছে তেমনি করে দিয়েছে কঠিন । ভালবাসলে নাকি সব ভাল লাগে । আবার ভালবাসার মানুষ চলে গেলে বাঁচতে ইচ্ছে করেনা এক বিন্দু সময় তারে ছাড়া । আমার এই পোস্ট শুধু প্রেম নিয়ে নয় অনেকটা প্রেমের ভিতরে বিরহ নামক যে শব্দটা প্রতিনিয়ত মানুষকে জ্বালায় তাকে নিয়ে ।
লজ্জার বিষয় বটে ! আমাকে একজন খুব ভালবাসত ( মানে খুব পছন্দ করত )।
যদিও আমার মনে হয় তার কাছে পছন্দ আর ভালবাসায় আসলে কোন ফারাক নাই । কিন্তু কেন যে তাকে আমি ঠিক কখনো বুঝাতে পারিনি যে ভালবাসার জন্য ছেলে হিসেবে আমি খুব একটা ভাল না । তার ঐ এক কথা তোমাকে ছাড়া আমি কিছু বুঝিনা ।
যাক এই ভাবে আর কত শত হলেও মানুষ বলে কথা তাও আবার মেয়ে মানুষ । অবশেষে হাল ছেড়ে দিয়ে নিখোজ ।
মাঝে মাঝে ফোন করে বলত কিমুন আছ ?? আমি কইতাম বালা আছি । অতঃপর লাইন কাইটা যাইত না কাইটা দিত বুঝতাম না । অনেক দিন পর ফোন দিয়ে বলল উইস কর আমি কইলাম কেন ? বলল আগে কর তারপর বলছি ! আইচ্ছা উইস !!!
এইবার হুনেন ঘটনা তার একজন ইয়ে হইছে মানে মনের মানুষ । আমিত বেফক মজায় আছি , কইলাম মিষ্টি কই ??? নিরলজ্জ বইলা সেদিনের মত অফ গেল সে মানে আবার ও ফোন কেটে গেলে । চলছে জীবন তোমাকে ছাড়া গান গাইতে গাইতে আমার দিন চলছিল ।
আইজকা শেষ রাইতে ঘুম ভাঙ্গল ফোনের চিতকারে । দেখি সে মানে অই আফায় । ঘটনা বুঝে উঠার আগে ফোন রিসিভ কইরা ফালাইলাম ।
আমিঃকি খবর ?
সেঃ নিঃশ্বাস অতঃপর এইত ।
আমিঃএত রাতে ?(তখন আবার ঝিরিঝিরি বাতাস আর বৃষ্টি হচ্ছিল ।
)
সেঃঘুমাচ্ছিলে ?
আমিঃনা স্বপ্ন দেখছিলাম ।
সেঃকি স্বপ্ন ??বলা যাবে ???
আমিঃদেখছিলাম কে যেন কল দিছে আর আমি ভুলে কলটা কাইটা দিছি
সেঃতুমি কি আজীবনই ইমুন থাকবা ?
আমিঃকিমুন ?
সেঃআমারে এমনে কষ্ট দিয়া যাইবা ?????????
আমিঃছিঃছিঃ এইডা তুমি কি কও ?
সেঃআমাকে মনে পড়েনা ??????
আমিঃযখন ফোন কর তখন ।
সেঃআমি তোমাকে সব সময় মিস করি ।
আমিঃএত রাতে জেগে আছ যে ????????
সেঃঘুম আসছিল না !!!!!!!!
আমিঃকখন বেশি মিস কর ????????
সেঃশেষ রাতে !!!!!!!!!!!
আমিঃশুধু কি শেষ রাইতেই মনে পরে ??????
টূট টূট টূট টূট টূট টূট টূট
মানে আবার ও লাইন কাইটা গেছে ! তয় এইবার মনে হয় সে কাটে নাই ফোনে ইনসাফিসিয়েন্ট ব্যালান্স না থাকাতে কেটে গেছে । কারণ আমি যতদুর জানি ০০বা ১ সেকেন্ডে কল কেটে যায় টাকা না থাকলে ।
তারপর আর উল্লেখ যোগ্য কিছু ঘটেনাই এই ব্লগ লেখা পরযন্ত ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।