আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে জাগছড়া সিডিএসপি’র উদ্যোগে মেডিকেটেড মশারী বিতরণ

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে জাগছড়া সিডিএসপি’র উদ্যোগে মেডিকেটেড মশারী বিতরণ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার জাগছড়া চা বাগান এলাকার মিশন টিলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চা বাগানের দরিদ্র ও এতিম শিশুদের মধ্যে ১২০০ পিস মশারী বিতরণ করা হয়। জাগছড়া সিডিএসপি’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ শিশুদের পরিবারের সদস্যদের মাঝে এসব মশারী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি তপন দত্ত। জাগছড়া সিডিএসপি’র চেয়ারম্যান রেভা স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের হিসাব রক পরেশ বিশ্বাস, সমাজকর্মী সেফা রেমবাই প্রমুখ। উলেখ্য, কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় জাগছড়া সিডিএসপি বিগত ৫ বছর ধরে ম্যালেরিয়া প্রশমন ও নিয়ন্ত্রণ কর্মকান্ডের আওতায় এলাকার জনগণের সচেতনতা বৃদ্ধির ল্েয বিভিন্ন প্রশিণ, ওরিয়েন্টেশন, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে যাচ্ছে। এছাড়া সংগঠনের রেজিষ্টার্ডভূক্ত এতিম ও দরিদ্র শিশুদের মধ্যে লেখাপড়ার খরচ, শিা উপকরণ বিতরণ ও চিকিৎসা সুবিধা প্রদান করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.