লেখার কিছু নাই সন্ধ্যায় বাসায় যাওয়ার আগে খুব পডতে ইচ্ছা করছিল। ভাবলাম আজ থেকে মনযোগ দিয়ে লেখাপড়া করব।
বাসায় আসলাম, বই খুললাম। দেখলাম, আমার "ইচ্ছা" পরিবর্তন হচ্ছে, এবং অনেক জরুরি কাজ এর কথা মনে করিয়ে দিচ্ছে। যেমন-
১ - টেবিল গোছানো ও পরিষ্কার করা।
২ - ক্যালেন্ডার ঠিক করা। (আলসেমির কারনে আমার ক্যালেন্ডার কিছুটা পিছিয়ে থাকে)
৩ - একটু চা খাওয়া দরকার, একদম ফ্রেশ/তরতাজা হয়ে পড়তে বসব।
৪ - আচ্ছা, চা খেতে খেতে পেপার টা একটু পড়ি, এতে পড়ার ফ্লো টা চলে আসবে।
৫ - পেপার খুলে দেখি, ওয়াও, ব্রীজ উদ্বধোন! দেখি কোন নদীর উপর?..............লোক নিয়োগ, "কোথায়?, কি চাইল দেখি!"........"সম্পদকীয় টা অনেক দিন পরিনা"......."পেপারের এড গুলা ভালই হাই-ফাই করতেসে ইদানিং"......"স্টার মুভিজ এ কি কি আছে দেখি!........
এভাবে সোয়া দেড় ঘন্টা........ বিরক্ত লাগতেসে।
৬ - এবার পড়া দরকার।
এক কাজ করি, একটা মুভি ডাউনলোড মাইরা পড়তে বসি। একবারে দুই কাজ, ওয়াও!
৭ - ও! কালকে যেই মুভি টা নামাইলাম, ওইটার প্রিন্ট টা তো দেখা হয় নাই, দেখি চেক কইরা। .......হুম প্রিন্ট তো ভাল...কিন্তু এইটা কী??? এই নাইকা এই মুভি তে আছে? আররররে...জোসসসস....।
৮ - আম্মু ডাকতেসে.....ওকে, খেয়ে পড়তে বসব।
৯ - খাওয়া শেষ, আচ্ছা মুভির স্টার্টিং টা দেখে নেই।
১০ - পৌনে তিন ঘন্টা পর সামুতে আমার দ্বিতীয় ব্লগটা লেখে ফেললাম! ভাল কথা, মুভি টা জোস ছিল!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।