জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।
সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের মাথার পেছনে বড় একটি টিউমার ধরা পড়েছে। সেটির চিকিৎসা চলছে। কেমোথেরাপি দেয়া হচ্ছে নিয়মিতভাবে। এ ছাড়া তাঁর শরীরে আরও কয়েকটি টিউমারের অস্তিত্ব পেয়েছেন চিকিৎসকরা।
মে মাসের শেষার্ধে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জেনারেল মইন। তাঁর স্পাইনাল কর্ডে অস্ত্রোপচারের পর নতুন এসব আলামত ধরা পড়ে। এ জন্য তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। জেনারেল মইনের ছোট ভাই মনির আহমেদ জানান, মইনের স্ত্রী হাসপাতালে রয়েছেন। তাঁর একমাত্র ছেলে নিহাদ আহমেদ সামনের সপ্তাহে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে আসছেন বাবার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি অবলোকনের জন্য।
উল্লেখ্য, বেশ কয়েক মাস যাবত সস্ত্রীক ফ্লোরিডায় ছোট ভাই সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বসবাস করছিলেন জেনারেল মইন। তার শারীরিক দুর্বলতা পরিলক্ষিত হলে তিনি নিউইয়র্কের বিখ্যাত একটি হাসপাতালে ভর্তি হন। জেনারেল মইনের আকস্মিক গুরুতর অসুস্থতার সংবাদে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। মনির আহমেদ প্রবাসীদের দোয়া চেয়েছেন তাঁর দ্রুত আরোগ্যের জন্য। নাম গোপন রাখার শর্তে নিউইয়র্কের এক চিকিৎসক জানান, মাথার পেছনে এবং ঘাড়ের ওপরে যে টিউমার ধরা পড়েছে, তা ক্যান্সারে পরিণত হলে পরিস্থিতি খুবই সঙ্গিন হতে পারে।
এ জন্যই বিশেষজ্ঞ চিকিৎসকের দল গভীর পর্যবেক্ষণে রেখে তাঁর চিকিৎসা চালাচ্ছেন।
১/১১-তে গঠিত কেয়ারটেকার সরকারের মূল চালিকা শক্তি হিসেবে জেনারেল মইনের ব্যাপারে প্রবাসেও নানা আলোচনা-সমালোচনা রয়েছে। এ জন্য তিনি কখনই কমিউনিটির সভা-সমাবেশে অংশ নেননি। মিডিয়াকেও এড়িয়ে চলতেন।
সূত্র- দৈনিক জনকণ্ঠ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।