আমাদের কথা খুঁজে নিন

   

বাদলা দিনের হাবিজাবী ফটোগ্রাফী

ব্লগে অনিয়মিত। একদিকে সাপ্তাহিক ছুটি এবং তার সাথে বিরতীহীন বৃষ্টি। ফলাফল গৃহবন্দি। একেবারে একঘেয়েমী লাগছিলো। হটাৎ করে ভাবলাম এই বাদলা দিনে কয়েকটা ছবি তোলার চেষ্টা করি না কেন।

ছাতা মাথায় নিয়ে ঘরের কোনায়া আগাছা, রাস্তার গর্তে জমে থাকা পানির ছবি তুললাম এবং সবশেষে ঘরে ফেরার সময় নাম না জানা একটা ঘাসফুল তুলে আনলাম এবং ঘরের ভিতর আর্টিফিসিয়াল লাইটে তুললাম তার ম্যাক্রো। ১> ২> ৩> ৪> ৫> ৬> ৭> ৮> ৯> ছবি তুলে ফেরৎ আসার সময় এই ঘাসফুলটা তুলে নিয়ে আসলাম। ১০> এবং এইটা ১১> ঘরে এসে, টেবিল ল্যাম্প, ১৮-৫৫ লেন্স, ২০ মিমি kenko extension tube আর ছেড়া ফুল দিয়ে ম্যাক্রো তুললাম। এর আগে আমি কখনোই ইনডোরে ম্যাক্রো তোলার চেষ্টা করি নাই। টেবিল ল্যাম্প দুইটা থাকলে সুবিধা হইতো কিন্তু আমার কাছে একটাই আছে।

১২> ১৩> ১৪> ১৫> ১৬> ১৭> ১৮> ছবিগুলা বড় করে দেখতে পোষ্টের নিচের দিকে থাম্বনীলে ক্লিক করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.