আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী

সচকিত সচলায়তন

নক্ষত্র খচিত রাত, জোসনা ছড়ানো চাঁদ, সাগরের ফেনিল জল, স্নিগ্ধ ঝরনার ধ্বনি, ছলছল। সবই ফিকে হয়ে যায়, উদ্বেলিত ধরনী জৌলুস হারায়, নিভৃতে অগোচরে, মুখটা কালো করে, তুই নিশ্চুপ থাকিস যখন, অভিমানী, তোর মান ভাঙবে কখন? তোর ভাবনায় বোধহয় আছে কোন ভুল, আমরা তো তোর শত্রু নই, নই দুর্বিনীত, দুরাশা, দুঃস্বপ্ন অথৈ, যে বৃন্তে মোরা স্বপ্ন বাঁধি, যে স্বপনে মোরা সুরের মায়া সাঁধি, তুই তো সে বৃন্তের ই প্রস্ফুটিত ফুল। কেন তবে হই মোরা, তোর বিরাগভাজন, অভিমানী, বল না, তোর মান ভাঙবে কখন? সকাল গড়িয়ে হল দুপুর, তোর মনে তবু বেদনার সুর, শোকাহত হল চন্দ্র বাগ, কেন করিস এত রাগ? দেখে যা তুই, আয়, কতটা প্রতীক্ষায়, আছি মোরা চেয়ে, জমানো মেঘ, ভাসিয়ে আবেগ, নবযাত্রায় যাই ধেয়ে, তোর হাসির প্লাবন বেয়ে। আশার সে ছবি মনে, শয়নে, স্বপনে, জাগরনে, করে যাই অংকন, বল না অভিমানী, তুই হাসবি কখন? ১২.০৮.২০১৩ ইং

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।