অভিমানী মেঘ
দর্পণ কবীর
তোমার অভিমান মেঘ হয়ে বেড়াতে গেল দার্জিলিংয়ের
কলো পাহাড়ে। গন্ধহীন পাহাড়ী ফুলের সঙ্গে ভাব জমিয়ে
ফ্যাকাশে অভিমান হলো পাপাড়িগুলোর বাহারী রঙ।
পাহাড়ি ফুল বাতাসে উড়ায় রেণু, স্বপ্নরেণু গায়ে মেখে
লাফায় ঘাসফড়িং। তুমি আামার সবকিছু জানো, তবু
ঘাসফড়িংয়ের মত লাফায় তোমার অবুঝ অভিমানও।
অভিমানী মেঘ মন খারাপ করে কী ভেবে বৃষ্টি হয়ে নামে। যে
কথাগুলো জমে ছিল না বলা কথার খামে, সে কথাগুলোই
বৃষ্টির ঝাপটা হলো। দিগন্তের নীলে আলপনা এঁকে এঁকে
আমার ছোট্ট এক দীর্ঘশ্বাস বৃষ্টির দমকে কোথায় যে হারালো, পাইনা
খেই। পাহাড়ের বুকে কান পেতে শুনি ঝর্ণা নেই!
অভিমানে বুঝি থেমে গেছে ঝর্ণার জলধারা? আমি
তোমার সামনে হাস্যোজ্জ্বল এক মেঘে ঢাকা তারা!
২৪ জুলাই, ১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।