আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী সুখ

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

অভিমানী সুখ আজ আকাশে পূর্ণিমা নেই চাঁদ ডুবেছে মেঘে, তোমার মুখে মেঘ জমেছে হয়তো আছো রেগে। বাতাসে আজ গুমোট ভাব বুকে দারুন ঝড়, এক কথাতে বুঝিয়ে দিলে আমি তোমার পর। ফাগুনে আজ অন্য আগুন পুড়ছে আমার মন, বুঝেও তমি বুঝলেনা হায় এমন কঠিন পণ! ফুলফোটা এই বসন্ত আজ মন খারাপের দিন, তোমায় ভেবে আগের মতো হয়নাতো রঙিন। বই মেলাতে লোকের ভীড়ে খুঁজি তোমার মুখ, একটু তোমায় দেখবো বলে মনে আমার সুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।