এক বুক অভিমান,
পাহাড়সম চাপা অভিমান নিয়ে বসে আছি।
আশা জাগানিয়া কোন 'সৃষ্টি সুর' শুনব বলে।
অথবা,
বিধ্বংসী 'তীর ভাঙ্গা' ঢেউয়ের কবিতা।
সৃষ্টি,নাকি প্রলয়,কিসের প্রতীক্ষায় থাকে মন?
উত্তর অজানা,তবু সে শুধু প্রতীক্ষায় থাকে।
এবং
নিজের না বলা কথার অগ্ন্যুৎপাতকে ভয় পায় খুব।
তাতে নিজের প্রিয় মানুষের ভষ্মীভূত হওয়ার ভয়।
আর তাই নিজের আগুনে নিজেই দগ্ধ হয় প্রতিনিয়ত। ।
মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ বোধ হয় নিজেকে নিয়েই,
নিজের অক্ষমতা নিয়ে ক্ষোভ। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।