আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী

আকাশ ভরা জোৎস্না দেখি

বিদায় বেলায় কহিলেনা কোন কথা, মুখ ফিরায়ছিলে অভিমানে। আকাশে মেঘ জমেছিল, জমেছিল হৃদয়েও। সুর্য পড়েছিল ঢাকা তবু হাসোনি একবারো। না হয় নাই বাসিলে ভালো, হৃদয়ে না জ্বলিল আলো। তবুতো একটাই সান্ত্বনা হতো আকাশের জোৎস্না অবিরত। কিন্তু তাতো হল না, নিভে গেল হৃদয়ের প্রদীপ। হয়ে গেল জমাট আঁধারে, বলা হয়নি কথা কোন অধিকারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।