ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
ঘরের পানে চাইয়া দেখি
তুই যে সেথায় নাই,
খুঁইজা খুঁইজা মরি আমি
কোথায় তোরে পাই ?
কোথায় তুই গেলিরে চলে ?
কিছুইতো যাসনি বলে,
নিঃস্ব আমার ফুলমালাকে
অভিমানের পায়ে দলে।
কেন রে তুই এমন হলি ?
করলি মোরে দুখের বলি,
আমার সনে স্বপ্ন খেলে
গেলিরে কেন হঠাৎ চলি ?
আমার সঙ্গে এমনি খেলে
লাভ কি হলো তোর ?
আমিতো সেই তেমনি আছি
দুঃখে বড়জোড়।
হৃদয় নিয়ে হৃদয় খেলায়
আকাশ সমান তিক্ত হেলায়
ফুরোনো এই মধুর বেলায়
হাসছি এবার মৃত্যু ভেলায়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।