আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
কেমন করে যেন আমার ভাবনাটা কেড়ে নাও নিজের কাছে অদৃশ্যে নিরালায় আমি কেবলি কেঁদে যাই,ডুবে যাই অনন্তর প্রান্তে আমার ভাবনাকে তুমি ছেলেখেলা করে এমনিভাবে কাঁদালে তোমাকেও কাদতে হবে একদিন ঠিক এমনি করে আমার এই জীবনে আর কত সয় কেন সময়ের এত মিথ্যে অপচয় আজ রজনী মিথ্যে হল বল কার অভিমানে, যেথায় আমি ছিলেম তুমি ছিলেনা সেইখানে আমি আমার হতে চাইনে চেয়েছিলাম অন্য হাতের সেই গোলাপখানি ছিল কার জন্য? অভিমানী জানতে চাই ভাল আছ তো? নাকি অভিমান আর অবজ্ঞায় আবারও সেই পুরনো রাস্তায় হেঁটে যাচ্ছ ভুলে গিয়ে জীবনের সব প্রাপ্তি। নোটঃ পৃথিবীর একপ্রান্তে যদি তুমি কাঁদ তবে জেনে রেখো তোমার জন্য অন্য প্রান্তে কেউ না কেউ কাঁদে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।