আমাদের কথা খুঁজে নিন

   

মায়েদের কথা (বা চোরের মায়ের বড় গলা)

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল মায়ের কাছে সব সন্তানই কলিজার টুকরা। সন্তানের দোষ মায়ের চোখে পড়ে না বললেই চলে। সন্তান দোষ করলে মা ঢেকে রাখেন। অনেক মাকে দেখেছি সন্তানের দোষগুলো কি পরম যত্নে ঢেকে রাখেন।

মায়ের স্নেহ বলে কথা। আমার রাগ হতো নিজের মায়ের উপর। পাশের বাড়ীর ঝরে পড়া আম কুড়ালেও শাস্তি পেতে হতো তাঁর কাছ থেকে। অথচ অন্যদের মায়েদের দেখেছি (এবং এখনো দেখছি) কলিজার টুকরার সমস্ত অপরাধ আঁচল দিয়ে ঢেকে রাখতে। একসন সরকারি কর্মকর্তা (সচিব) একবার বড়াই করে বলছিল-- তিনি নাকি সমস্ত জীবন সততার মাঝে কাটিয়েছেন এবং কোনো রকম দুর্নীতি তিনি করেন নাই।

সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল -- তিনি যে তিনটি গাড়ী ব্যবহার করেন সেটি কি আইনসঙ্গত? কিছুটা বিব্রত হয়ে বলেছিলেন আমার জানা নেই। আসলে সততার সংজ্ঞা তো একেক জনের কাছে একেক রকম। যিনি দেশ চালাবেন দেশটা তার ইচ্ছামতো চলবে। এখানে দুর্নীতির কি হলো? জনগণের রায় নিয়ে যা খুশী তাই করা যায়। এটাই সততা।

বনের রাজা ওসমান গণির মা;কে জিজ্ঞেস করা হয়েছিল-- আপনার ছেলে যে এখন পুলিশের কাছে ধরা পড়লো == আপনার কি মনে হয়? তখন সেই মা বলেছিলেন-- মনে হয় মাটি ফেটে যাক -- আমি সেখানে প্রবেশ করি। আর এখন কি শুনছি-- ??? টাকা ফেরত আসছে বিদেশ থেকে, কোটি টাকার সম্পদ তৈরি হয়েছে বিনা ব্যবসায়ে-- তারপরও শুনছি----- মা বলছে সন্তানের সম্পদের লোভ ছিল না। মায়েদের কাছে সন্তানের কোনো দোষ নেই। থাকতে পারে না। আর উচ্চ পদে থাকলে মায়েদেরও লজ্জা লোপ পায়-- ওসমান গণির মায়ের মতো মা- তো আর সবাই হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.