মায়েদের আরাম বা শান্তি নেই! কোথাও যে একটু বেড়াতে যাবে তাও যাওয়ার আগে
স্বামী/ সন্তান কি খাবে তার ব্যবস্থা করে রেখে যেতে হয় কিংবা যায়...!
আজ মামনি তার মামার বাসায় বেড়াতে গেলো কিন্তু সেই সাত সকালে উঠে আমরা কি খাবো, কি করবো সব ঠিক- ঠাক গুছিয়ে রেখে গেছে...! অথচ এগুলো আমরা দু বোন-ই করতে পারতাম! ঘরে মেয়ে থাকলেও কি আর না থাকলেও কি মায়েরা সব কাজ নিজেরাই করে বেশি... ! সন্তান এর উপর তবুও বেশি কাজের বোঝা চাপিয়ে দেয় না! মামনি যখন জব করতো তখনো সেই সাত সকালে উঠে সোয়া আটটার মধ্যে সব রান্না করে রেখে যেত! আমরা তাকে শুধু সাহায্যই কিছু করতাম কিন্তু কখনোই সে সব কাজ আমাদের উপর চাপিয়ে দিত না! তারপর আমি যখন জব করা শুরু করলাম তখন ও সে রান্না করে আমার খাবার রেডি করে দিত, এখনো দেয়! সক্কালটা হলেই সংসারের মানুষগুলোর মুখে খাবার কিভাবে তুলে দিবে এই নিয়েই তাদের দিন কেটে যায়!
এর কোন শেষ নেই.........।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।