... কিছু দিন আগে মামার সাথে আদালতে গেছিলাম ঘুরতে... স্থানঃ চট্টগ্রাম আদালত চত্বর... শিবির সন্দেহে আটক কিছু তরুণকে আদালতে তোলা হচ্ছে মামলার কার্যাদির উদ্দেশ্যে । বাইরে টুলে হাত বাধা অবস্থায় কয়েকজন "কলেজছাত্র" টাইপের তরুণ হতাশ চেহারার ছেলে বসে আছে । তারমধ্যে একজনের মা বাবা কিছুমিছু দিয়ে ( যেকোন ভাবে) ছেলের সাথে ১০ মিনিট কথা বলার ব্যাবস্থা করলেন। হটপটে খাবার নিয়ে ছেলের মুখে খাবার দিতে দিতে মা ভগ্ন স্বরে বিলাপ করে বলছেন, " আমার সোনা মানিকরে কতদিনখাওয়াইনা, কতদিন চোখে দেখিনা" মায়ের কথা শুনে ছেলে ডুঁকরে কেঁদে উঠল... কান্না আর বিলাপে ১০ মিনিট শেষ । ছেলের খাওয়া হয়নায়, মায়ের খাওয়ানো হয়নায়। ছেলেকে নিয়ে যাওয়ার সময়ও মা বিলাপ করছে "আমার ধন রাজনীতি করেনা , আমার মানিকরে আরেকটু দেখতে দে, দুই লোকমা খাওয়াতে দে, আর মারিস না, মরে যাবে... হয়তো সে রাজনীতি করেনা হয়তোবা করে ... কিন্তু এভাবে যে নিরীহ মানুষের হয়রানী হচ্ছে তাও ঠিক। নোংরা রাজনীতি তাদের গালে পতাকা আঁকতে শিখানোর বদলে জিহাদ শিখায় নিজের দেশের বিরুদ্ধে। হয়তো শুধু সন্দেহ তাকে কিশোর থেকে ক্যাডার বানায়। যে সময়টা কাটার কথা মায়ের সাথে অভিমানে সে সময়ে মা জ্যান্ত ছেলের জন্য মরা কান্না কাঁদে আর ছেলে স্বপ্নীল জগতের দরজা জানলা বন্ধ করে চোখের জলে গরাদ ভেজায়। মায়েদের কাছে ক্ষমা চাইবে কে ? ফেরেশতারূপী বিশ্বাসঘাতক না রাষ্ট্র ? ( ভাই ট্যাগায় দিয়েননা কেউ আবার )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।