আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণ করলে লীলাখেলা ..... করলে দোষ।

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। দৈনিক জনকণ্ঠ তারিখঃ ২রা মার্চ ২০০৪। শিরোনামঃ আওয়ামীলীগ অফিসে ধুকে পুলিশের তাণ্ডব, চার ঘন্টা ধরে নেতাকর্মী অবরুদ্ধ, বুটের লাঠি, রাইফেলের বাট ও লাঠি দিয়ে পেটানো হয়েছে। রেফারেঞ্চঃ Click This Link দৈনিক জনকণ্ঠ তারিখঃ ১২ই মার্চ ২০১৩। শিরোনামঃ আবারও হরতাল। মীর্জা ফকরুল, খোকা, আমান, রিজভি, ফারুক গ্রেফতার, বিএনপি কার্যালয় থেকে ১০টি শক্তিশালী বোমা উদ্ধার। এবারও হরতালের জন্য একই স্থান থেকে কক্টেল ফুটিয়ে সংঘর্ষের সূত্রপাত করা হয়। রেফারেঞ্চঃ http://ejanakantha.info তিনটা ব্যপার হতে পারে, কি কি? বিএনপি করলে লীলাখেলা আওয়ামিলিগ করলে দোষ আওয়ামিলিগ করলে লীলাখেলা বিএনপি করলে দোষ আর নয়তো জনকণ্ঠ করলে লীলাখেলা আর আমার দেশ করলে দোষ। কোনটা বসাইতে চান?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।